টপিকঃ প্রজন্ম কার্ড
দীর্ঘদিন পরে আবার চালু হল প্রজন্ম কার্ড। এখান থেকে নিজেই নিজের মন মত শুভেচ্ছা কার্ড ডিজাইন করে প্রিয়জনকে পাঠাতে পারবেন। গ্যালারিতে যেসব ছবি আছে সেগুলো ছাড়াও নিজেরা ছবি আপলোড করতে পারবেন।
এর ঠিকানা: http://card.projanmo.com/
সবচেয়ে বড় সুবিধা ফোরামের ইউজারনেম পাসওয়ার্ড ব্যবহার করেই সেখানে লগিন করতে পারবেন। এছাড়া একবার ফোরামে লগিন করলে আবার সেখানে লগিন করতে হবে না এবং উল্টো ক্ষেত্রেও এটি প্রযোজ্য।
সামনের দিকে প্রজন্মের সেবাগুলো এভাবেই আসবে। কেন্দ্রীয় লগিন থাকবে। এভাবে প্রজন্ম ধীরে ধীরে পোর্টালের দিকে এগিয়ে যাবে।সেজন্য প্রয়োজন সবার সহযোগিতা।
প্রজন্ম ফোরাম চালুর কিছু দিন পরেই এটা চালু করা হলেও স্ক্রিপ্টের জটিলতার কারণে এতদিন বন্ধ ছিল। ঐ স্ক্রিপ্টের নতুন সংস্করণ আসায় আবার তা চালু হল।
সবাইকে ধন্যবাদ।
what to do?