টপিকঃ laptop এ ব্লুটুথ অন করবো কিভাবে?
laptop এ ব্লুটুথ অন করবো কিভাবে? কেউ যদি জেনে থাকেন তাহলে প্লিজ সাহায্য করুন
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » laptop এ ব্লুটুথ অন করবো কিভাবে?
laptop এ ব্লুটুথ অন করবো কিভাবে? কেউ যদি জেনে থাকেন তাহলে প্লিজ সাহায্য করুন
এফএন চেপে করতে হয় মেনুয়াল দেখুন।
এইচপি কম্প্যাক হলে
Dell হলে
ল্যাপ্টপে এই ধরনের বাটন আছে , খুজে দেখুন । সাধারনত লাল হয়ে থাকবে , এক্টিভেট অবস্থায় নীল হয়ে থাকবে ... এক বাটনেই কিন্তু ওয়াইফাই এবং ব্লুটুথ নির্দেশ করে এইটা মাথায় রেখেন ।
আগে ফাংশন কী গুলোর দিকে দেখুন,কোনটায় ব্লুটুথ সিম্বল আছে।এরপর এফএন চেপে ঐ বোতামটা প্রেস করুন।
আর ভাই আপনি কি :সবুজ হাসান: ???
laptop এ ব্লুটুথ অন করবো কিভাবে?
কাজ হয় না আর আমার F2 তে নেটওয়ার্ক এর মত চিন্হ আছে ওইটাই কি ব্লুটুথ এর চিন্হ? আমার ল্যাপটপ হল ডেল কম্পানি ও কোর আই ফাইভ।
কাজ হয় না আর আমার F2 তে নেটওয়ার্ক এর মত চিন্হ আছে ওইটাই কি ব্লুটুথ এর চিন্হ? আমার ল্যাপটপ হল ডেল কম্পানি ও কোর আই ফাইভ।
হ্যা , ঐটাই ... ঐটাই কোন ভাবে এক্টিভ করতে হবে , কি রঙএ আছে এখন ?? ঐটা আগে বলেন ... লাল নাকি নীল ??
পাঁড়-প্রাজন্মিক ভাই লাল রং এর আছে
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » laptop এ ব্লুটুথ অন করবো কিভাবে?
০.০৫৫৬৫৩০৯৫২৪৫৩৬১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৭৭৪৪৮৭৩৬৬৪৪৬ টি কোয়েরী চলেছে