Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
এই সন্ধ্যেবেলা ক্ষিধা লাগায়ে দিলা ? এখন বাসায় গিয়ে এমন খাবার না পেলে কি জানি কি করব জানি না।
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
রেসিপি দিয়ে কি করব? রান্না করে পাঠিয়ে দেন
৫ ১৬-০৬-২০১২ ২০:৩১ সর্বশেষ সম্পাদনা করেছেন Neela (১৬-০৬-২০১২ ২০:৩৩)
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
এই থ্রেডটা ইমিডিয়েট ডিলিট করে দেওয়া উচিত মডারেটরের৷ এই রকম ছবি দিয়ে বন্ধুদের কষ্ট দেওয়ার কোন মানে হয়.....
খুব খিদে পেয়েছে.... এমন সুন্দর খাবার দেখে৷
মাইনাস... মাইনাস...
৭ ১৬-০৬-২০১২ ২১:৪০ সর্বশেষ সম্পাদনা করেছেন সীমান্ত ঈগল (মেহেদী) (১৬-০৬-২০১২ ২১:৪১)
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
আপ্নার পোষ্ট দেখলে আমার ছোট বোনের কথা মনে পড়ে যায়, এক-ই নাম যে.....
ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিসে পড়েন/ কি করেন আপনি?
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
ডিসিশান নিয়ে নিয়েছিলাম, আজই ট্রাই করব। বাট ৪ নং মেনুটা দেখে পুরাই আশাহত।
টক দই মেলানোটা অসম্ভব। টক দইতো দুরের কথা আজকের দই কাল বেচাও নিষেধ।
আপাতত ছবি দেখেই তৃপ্তি মেটাই। আহ .......................
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।

Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
নীলাঞ্জনা তোমার উপকরণ দেইখ্যা মাথা ঘুরাইয় গ্যাছে গা
বাপরে বাপ আমি জীবনেও পারুম না ।
বড় বড় রান্না আমি পারি না । সময় নাই গো আপু
কোন দিন রান্না করলে তোমার পোষ্ট কাজে লাগবো । পোলার বউরা যদি রান্না করি খাওয়ায় ।
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
বিলাই আমি আইতেছি । রান্না কইরা না খাওয়াইলে তোমার একদিন কি আমার যতদিন লাগে
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
অনেকক্ষণ চিন্তা করে, অনেক সাহস নিয়ে টপিকে প্রবেশ করে বুঝতে পারলাম যে, বিশাল বড় ভুল করেছি! কিছুক্ষণ হল রাতের খাবার খেলাম। তারপরও আবার ক্ষুধা লেগে গেল।
এনিওয়ে, শেয়ার করার জন্য ধন্যবাদ।
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
Re: আমার ডেলিসিয়াস শাহী চিকেন রোস্ট রেসিপি ।
মাত্র রাতের খবার খেতে যাচ্ছিলাম, এটা দেখে রুচিটাই নস্ট হয়ে গেলো ... তা নিলা ... আন্টিকে বল একদিন দাওয়াত দিতে
নিজের হাতে খেয়ে আসি গিয়ে একদিন
। হাজার হোক , তুমি হয়ত নিজে দাওয়াত দিতে পারবানা । কিপটা কিনা