Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
খুব কঠিন, আমার মাথায় ঠুকার কথা নয়।
আমি যেটা বুঝি সেটা হল- আল্লাহর সকল সৃষ্টিই ঘূর্ণায়মান অর্থাৎ স্থির নয়।
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
মহাকাশ আমার খুব আগ্রহের একটি ব্যাপার, তথ্য পাইলেই পড়ার চেষ্টা করি না বুঝলেও! ধন্যবাদ!
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
এন্টেনার উপর দিয়ে গেল!

Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
মোরসেদ ভাই, আপনার লেখাগুলি তথ্যপূর্ণ হয়, তবে উপরের মন্তব্য গুলি পড়ে নিশ্চই বুঝতে পেরেছেন যে আপনার লেখাটা কিছুটা কঠিন হয়ে যাচ্ছে। আপনাকে আরো সহজ করে বলার চেষ্টা করতে হবে। অবশ্য আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন সেটি সহজে লিখলেও অনেকেই বুঝতে পারবেন না। বিষয়টি আমার খুব ভালো ভাবে জানা ছিলো, সহজ করে বলতে পারলে বাকিদেও বুঝতে সহজ হতো।
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
বইয়ের ভাষা এর মত হয়ে গেল । জিওগ্রাফিতে হালকা পাতলা ধারণা না থাকলে এই ব্যাপারগুলো বুঝা খুব একটা সম্ভব নয় , আসলে সাবলিল ভাষায় বর্ণনা করাটাও জটিল ব্যাপার একটু । মহাকাশ এর ধারণা এতই বিশাল আর এতই কঠিন যে এটা বুঝানোটাও একটু টাফ ব্যপার । আরেকটু সহজে লেখার চেস্টা করুন আসলে আরেকটু বিস্তারিত বলা উচিত কারণ উওরায়নে প্রবেশ, খ-বিষুবের ,বিঁষুবন বিন্দু ,ড্রাকোনিডস,ডেনেব,আল ডিরামিন,সিফিয়াস মন্ডলের গামা সিফি,বিটা সিফি,এবং আলফা সিফি এইসব মাথার উপরে দিয়েই যাওয়ার কথা ।
যাই হোক পরবর্তিতে শুভ কামনা
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
আসলে ঠিক বলেছেন আর একটু সহজ করে লেখা প্রয়োজন ছিল।সামনের লেখাগুলো সহজভাবে লেখার চেস্টা করবো।
ধন্যবাদ ব্যাপারটা ধরিয়ে দেবার জন্য।
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
যারা জানেন না বা আইডিয়া নেই তাদেরকে বলছি। পোলারিস হল ধ্রুব তারা। রাতের বেলা একেবারে উত্তর দিকে তাকালে একটু উপরের দিকে যে তারাটা দেখা যায় সেটাই। অনেকে এমনিতেই চিনে। আর ভেগা চিনতে হলে আপনাকে এই মাসের সন্ধ্যার পর পর (৬-৩০ থেকে ৮ টা) ঠিক উত্তর পশ্চিম দিকে তাকাতে হবে। সেখানে সবচেয়ে উজ্জ্বল যে তারাটা, সেটাই ভেগা।
Precession এর জন্য ১৩,০০০ বছর পর এই ভেগা, ধ্রবতারার কাছাকাছি চলে যাবে। শুধু ভেগা না আসলে, পৃথিবীটাই ঘুরে যাবে। ফলে রাতের আকাশ পুরোটাই প্রায় ৪০ ডিগ্রি (ধ্রুব তারা থেকে ভেগার দুরত্ব) মুভ করবে। এই দুরত্বটা কম না। তারা দুটো যদি দেখেন দুরুত্ব সম্পর্কে আইডিয়া হয়ে যাবার কথা।
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
Re: পৃথিবীর অয়নচল (Earth Precession)।
আমি পোলারিস চিনি। বেশিরভাগ লোকই সিরিয়াসকে পোলারিস ভেবে ভুল করে। সিরিয়াস বা লুব্ধক হচ্ছে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা।