টপিকঃ পৃথিবীর অয়নচল (Earth Precession)।
পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ননের ফলে,পৃথিবীতে দিনের পর রাত রাতের পর দিন আসে।এমনি ভাবে নিজ অক্ষের উপর ঘোরার সাথে সাথে নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিন করলে এক বছর পূর্ন হয়।আমরা পৃথিবীকে স্হির মনে করি এবং সূর্যকে দেখি সম্পূর্ন আকাশ প্রদক্ষিন করতে,সূর্যের এই প্রদক্ষিন কালই এক বছর।সূর্য যখন দক্ষিনায়ন থেকে উওরায়নে প্রবেশ করে সেই সময় নতুন বর্ষ বা (Toypical yer) আরম্ভ হয়।পৃথিবীর এই দুটি ঘূর্নন বাদে আরও একটি ঘূর্নন আছে,মেরু অক্ষ বরাবর এই ঘূর্নন কে বলে অয়নচল (Precession) । (Like a rotating toy top ঘূর্নায়মান লাটিমের সাথে এর তুলনা করা যায়)।
পৃথিবীর মেরুঅক্ষ 23.5 ডিগ্রী হেলানো আছে এবং পৃথিবীর এই ঘূর্নন অক্ষ মহাকাশে স্হির নয়।এটি খুব ধীর গতির ঘূর্নন এই ঘূর্নন একবার শেষ করতে সময় লাগে 26,000 হাজার বছর।সূর্য যখন দক্ষিনায়ন থেকে উওরায়নে প্রবেশ করে তখন শীতের অবসান ঘটে এবং বসন্তের আগমন ঘটে।পৃথিবীর এই দুই অয়নের সন্ধি বিন্দুকে বিঁষুবন বিন্দু (Equinox) বলে।এই রকম দুইটি বিষুবন বিঁন্দু আছে।দক্ষিনায়ন থেকে উওরায়ন প্রবেশ বিঁন্দুকে বসন্ত বিষুবন এবং উওরায়ন থেকে দক্ষিনায়নের গমন বিন্দুকে হেমন্ত বিষুবন বিঁন্দু বলে।এই বিঁন্দু দুটি অবশ্য সূর্যপথ ও খ-বিষুবের (Celestial Equator) ছেদ বিঁন্দু।এই বিষুব বিঁন্দুর একটি অগ্রগতি আছে,এই বিঁন্দু প্রতিবছর 50.2 সেকেন্ড পরিমিত জায়গা পশ্চিম দিকে সরে।
যেমন অতীতে এমন এক সময় ছিল যখন বসন্ত বিষুবন মেষরাশির আদি বিঁন্দুতে উপস্হিত ছিল,বর্তমানে বসন্ত বিষুবন বিঁন্দু মেষরাশির আদি বিঁন্দু থেকে প্রায় 26 ডিগ্রী 24 মিনিট পশ্চিমে সরে গিয়ে প্রায় মীন রাশির আদি বিঁন্দুর নিকট উপস্হিত হয়েছে।আর মাত্র 150 বছর পর মীনরাশির আদি বিঁন্দুতে বিষুবন ঘটবে।এবং পরবর্তীতে এখান থেকে আস্তে আস্তে সরে কুম্ভ রাশিতে বিষুবন ঘটবে।পৃথিবীর এই দুই অয়নচলের কারনে আকাশের খ-বস্তু সমুহের বিষুবাংশ (Right Ascension) এবং বিষুবলম্ব (Declination) ও পরিবর্তনশীল।
আমরা ধ্রুব (North pole star) তারাকে আকাশের এক জায়গায় স্হির দেখি,আসলে কিন্ত ধ্রুব তারা স্হির নয়,পৃথিবীর এই অয়নচলের জন্য এই তারার ও অবস্হানের পরিবর্তন হয়।মেরু অক্ষের এই গতির জন্য আজ থেকে 13,000 হাজার বছর পরে বর্তমানের ধ্রুব তারা সরে গিয়ে বীনা (Lyra) মন্ডলের উজ্জল তারা অভিজিৎ (Vega) ধ্রুব তারায় পরিনত হবে।এবং পরবর্তীতে আলফা ড্রাকোনিডস,ডেনেব,আল ডিরামিন,সিফিয়াস মন্ডলের গামা সিফি,বিটা সিফি,এবং আলফা সিফি ধ্রুব তারায় পরিনত হবে।
ছবি দেখতে ক্লিক করুন-
http://www.google.com/search?q=Earth+Pr … mp;bih=578