টপিকঃ সূর্যের কপালে কালো টিপ।
অবশেষে রুপের দেবী সূর্য প্ররিক্রমন করে চলে গেল।আগামী 105 বছরের আগে সে আর সূর্যের সামনে আসবে না।নির্ধারিত সময়েই বাংলাদেশের আকাশে শুক্রের এই সংক্রমন দেখা গেছে।
সকাল 6.00 টার সময় ঘুম থেকে ওঠে আকাশের দিকে তাকাতেই মনটা খুব খারাপ হয়ে গেল,কারন আকাশে তখন প্রচুর মেঘের আনাঘোনা যদিও সব ছিল চলমান মেঘ।সূর্য এই মেঘের মধ্যে থেকে উকি দেয় আবার পরক্ষনে মেঘের ভিতরে হারিয়ে যায়।এর মধ্যেই ছবি তোলার চেস্টা চলতে থাকে।এর একপর্যায়ে আকাশ একটু পরিস্কার হতেই প্রথম ছবি তুলি তখন ছিল শুক্রের সর্বোচ্চ চলন (7.00 টা 30 মিনিট 37 সেকেন্ড)।এরপরে তৃতীয় স্পর্শের (10.00 টা 31 মিনিট 39 সেকেন্ড) ছবি তুলি।
শুক্র যখন সূর্যকে ছেড়ে চলে যায় চতুর্থ স্পর্শ (বের হয়ে যাওয়া)(10.00 টা 49 মিনিট 36 সেকেন্ড)ততক্ষনে আকাশ পরিস্কার হয়ে গেছে।
দেশের অনেক যায়গার আকাশ মেঘলা ছিল (আমার জানা মতে ঢাকার আকাশ ছিল মেঘলা)।যারা এই মহাজাগতিক দৃশ্য
দেখার সুযোগ পেয়েছেন তারা ভাগ্যবান।যারা দেখতে পারেনি মন খারাপ করার কোন কারন নেই তারা অন্য কোন মহাজাগতিক দৃশ্য দেখবেন সামনে।
ছবি তোলা-
80mm Refractor scope, and A Canon Rebel Xsi, ISO 400 1/600 sec exposure
দুই নাম্বার ছবিটি Coronado SolarMax II 90 H-Alpha Filter provides 90mm of clear aperture, with a wavelength of 6562.8A in H-alpha and a bandwidth of <0.7A.