টপিকঃ ফল খাবেন খালি পেটে........

এতদিন শুনে আসছি........ ভরা পেটে ফল খেতে । এখন শুনি আবার উল্টা কথা
বাংলাদেশ প্রতিদিন হতে নেয়া লেখাটি
===================================================

লক্ষ্য করলে দেখবেন বাসাবাড়িতে বা কোনো পার্টিতে মূল খাবারের পর ফল খেতে দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে মানুষ মূল খাবারের পর ফল খেতে অভ্যস্ত। কিন্তু এটা একটা ভুল পদ্ধতি।

ফল খেতে হবে খালি পেটে। খালি পেটে ফল খেলে তা আপনার দেহের আন্ত্রিক পদ্ধতি বিষমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আপনাকে যেমন শক্তি জোগাবে তেমনি ওজন হ্রাস ও অন্যান্য দৈহিক তৎপরতায় যথেষ্ট সহায়তা করবে।

মনে করুন আপনি প্রথমে দুই টুকরা রুটি খেলেন এবং তারপর এক টুকরা ফল খেলেন। ফলের টুকরা পাকস্থলি হয়ে সরাসরি অন্ত্রে নেমে যেতে প্রস্তুত কিন্তু তা হয় না। আসলে তেমনটি হতে দেওয়া হয় না।

ইতোমধ্যে আপনার গৃহীত খাবার পাকস্থলিতে পচন ধরে এবং গাজিয়ে এসিডে পরিণত হয়। যে মুহূর্তে ফল পাকস্থলিতে এ এসিড এবং পাচক রসের সংস্পর্শে আসে, আপনার খাওয়া পুরো খাদ্য নষ্ট হতে শুরু করে। সুতরাং এ থেকে পরিত্রাণ পেতে হলে খালি পেটে অথবা মূল খাবারের আগে ফল খান। সূত্র : রিডার্স ডাইজেস্ট

Re: ফল খাবেন খালি পেটে........

আগে জানতাম নাত surprised confused

Seen it all, done it all, can't remember most of it.

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ফল খাবেন খালি পেটে........

আমাদের বাসায় ফল খালি পেটে খাওয়া হয় সবসময়। ২ টা সময়ে ফল খাওয়া হয় (বাচ্চারা বাদে)। 

১। সকালে নাস্তার পরিবর্তে বা ঘুম থেকে উঠে নাস্তা তৈরীর আগে আগে।
২। বিকালের নাস্তার সময়। এসময় দুপুরের খাবার অলরেডি হজম হয়ে যাবার কথা।

মোটামুটি সবাই এই সময় খাই। তাছাড়া যারা একটু কম খেয়ে ডায়েট করতে চায় তারা একটু পর পর ফল খায়।  আমি মাঝে মাঝে ১ বেলা ভাতের পরিবর্তে ফল খেয়ে পেট পুরাই। আর মাঝে রাত ২টা ৩টার দিকে ফল খাই।  মোটামুটি যখনই কিছু খেতে ইচ্ছে করছে তখনই একটা কোন ফল খেয়ে নিই।  গ্রীষ্ম কালে ভাত না খেয়ে ফল খেয়েও থাকা যায় যদি কিছু দিন। আমার কিছু বন্ধুর বাড়ি উত্তরাঞ্চলে। তারা এরকমটা করে থাকে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ফল খাবেন খালি পেটে........

Re: ফল খাবেন খালি পেটে........

খুব দরকারি একড়া নিউজ :ডি ধন্যবাদ ছবি আপুকে  thumbs_up

roll

সর্বশেষ সম্পাদনা করেছেন জেলাল (১২-০৬-২০১২ ২৩:১৮)

Re: ফল খাবেন খালি পেটে........

আচ্ছা, সকালে খালি পেটে পানি/লেবু-পানি পান করার পর ফল খেলে পারপাস সার্ভ হবে কি? নাকি তারও আগে ফল খেতে হবে?

শিপলু ভাইয়ের মত আমিও রুটি/ভাতকে ফল দিয়ে রিপ্লেস করেছি। মাত্র দুপুরে একবেলা ভাত খাই। তাও দুই তরকারীর চামচের সমপরিমাণ। সবজি/শাক খেতে চেষ্টা করি প্রচুর। কমপক্ষে ৩-৪টা কাঁচামরিচ চোখ বন্ধ করে খেয়ে ফেলি। এছাড়া ডাল নেয়ার সময় ডালের সাথের মরিচগুলো সবাই ফেলে দেয় কেন জানি না। ওগুলো সহ ডালটা খেতে খুবই মজা লাগে।

একান্ত বাধ্য না হলে মাংস খাই না। তবে মাছ খাওয়া হয় মোটামুটি।

এই অভ্যাসগুলো গত ৫-৬ মাস ধরে করেছি। অভ্যস্ত হয়ে গেছি। ফলও পাচ্ছি ভালো।

Re: ফল খাবেন খালি পেটে........

আরেকটু বায়োলজিক্যল এক্সপ্লানেশ আশা করছি ডাক্তার সমাজ থেকে, নাহলে নিজেরই গুতাইতে হবে, অর নেক্সট সেমেস্টারের জন্য ওয়েইট করতে হবে  worried

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ফল খাবেন খালি পেটে........

কেউ পায় না আবার কেউ খাইয়া মোটা হয় sad

Re: ফল খাবেন খালি পেটে........

ছবিপু ভাবছিলাম ছবি দিয়া কাজ চালায় কিন্তু এখন তো দেখি উল্টা ছবিপু ডাক্তর হয়া গেছে  tongue tongue

কবি হব তাই ছ্যাকা খাইতে চাই

১০

Re: ফল খাবেন খালি পেটে........

পুরাই আজব জিনিস শুনলাম surprised কোন ডাক্তার ভায়ার কথাবার্তা শুনতে চাচ্ছি

১১

Re: ফল খাবেন খালি পেটে........

১২

Re: ফল খাবেন খালি পেটে........

আমি অবশ্য না জেনেই খালি পেটেই খাই  big_smile

১৩

Re: ফল খাবেন খালি পেটে........

উম ... সব ধরনের ফল মনে হয় না ... hmm

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৪

Re: ফল খাবেন খালি পেটে........

১৫

Re: ফল খাবেন খালি পেটে........

আবার হ ও কয় । একটু দেবার মায়াদয়াও নাই ।  mad

১৬

Re: ফল খাবেন খালি পেটে........

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: ফল খাবেন খালি পেটে........

১৮

Re: ফল খাবেন খালি পেটে........

@শ্রাবন ভাই কামিং ফর এটাক সুন smile
@ছবিপু বি রেডি । এন্ড মেনি থ্যাঙ্কস ফরদ্যা ইনভাইটেশন  smile আইসা পরমু যেকোন একদিন smile

১৯

Re: ফল খাবেন খালি পেটে........

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (১৮-০৬-২০১২ ১১:৩১)

Re: ফল খাবেন খালি পেটে........

মুস্তবা ভাইয়ের সাথে আমিও একমত,কোন ডাক্তার যদি এবিষয়টা একটু ব্যখ্যা করে দিতো তাহলে উপকৃত হতাম।
আমার মতো এতোটা উদ্ভটভাবে কেউ খায় কিনা আমার জানা নেই,আমি ভাতের সাথে বিভিন্ন রকমের ফল খেয়ে থাকি।বড়ই,জাম,কাঁচা আম,কামরাঙ্গা ইত্যাদি।আমার কথা হলো যদি কোন কিছু ক্ষতকর বা খারাপ না হয়ে থাকে,চলি না নিজের মতো করে।
এতো দিন চলে এসেছি "খালি পেটে জল,ভরা পেটে ফল"।এরকম মিথ ছোট বেলা থেকে শুনে শুনে বড় হই।অনেক সময়ে বড়দেরকে অনের কাছে এসব তথ্য প্রদান করা হলেও কেউ কেউ এগুলো মানতে চায় না।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।