টপিকঃ ফায়ারফক্স পুরোপুরি রিমুভ করতে চাই
মিন্ট-১১ (ক্যাটায়াতে) ফায়ারফক্স পুরোপুরি রিমুভ করতে চাই যাতে ফায়ারফক্স বিষয়ক একটি ফাইলও সিস্টেমে না থাকে। এর কারণ, আগের এডঅন ঠিকমত কাজ না করা। আমি রিমুভ করে আবার ইন্সটল করে দেখেছি। তাতে আগের ইন্সটল করা সব এডঅন+কনফিগারেশন (মানে বুকমার্ক+সেটিংস ইত্যাদি ইত্যাদি) আগের মতই হয়ে যায়।
status-4-evar, adblock plus ইত্যাদি এডঅনগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করার জন্যই মূলত পুরোপুরি রিমুভ করে আবার ইন্সটল করতে চাই।
যাতে নতুন করে ইন্সটল করে আমি আমার মত কনফিগার করে নিতে পারি।
উপায় বাতলান......