টপিকঃ সিপ্যানেল নিয়ে সমস্যা
আজ সকালেই হঠাৎ করে সিপ্যানেল থেকে ইমেইল আসলো- ডিস্ক স্পেস প্রায় ফুরিয়ে গেছে!
গত কদিনে এমন কিছু করি নি যে, ডিস্ক স্পেস হঠাৎ করে ফুরিয়ে যাবে। সন্ধ্যায় সিপ্যানেলে লগইন করে দেখলাম, আবার সবকিছু ঠিকঠাক। এই পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন জাগলো মনে- আশা করি আপনাদের কাছ থেকে উত্তর পাবো।
ক. আমার ডিস্ক স্পেস ২০০ মেগা। সকালের ইমেইলে দেখাচ্ছিলো ১৯০ মেগা অলরেডি ইউজ করা হয়েছে যদিও আগেই বলেছি গত কদিনে এমন কিছু করি নি যে এই পরিমাণ ডিস্ক স্পেস ভর্তি হয়ে যাবে। আবার সন্ধ্যায় সিপ্যানেলে লগইন করে দেখি, ডিস্ক স্পেস দেখাচ্ছে ১৬২ মেগা। অর্থাৎ নিজে নিজেই ১৯০ থেকে ১৬২-তে কমে গেছে। কী কারণে এটা হতে পারে?
খ. বিস্তারিত জানার জন্য সিপ্যানেলের Disk Space Usage-এ ক্লিক করলাম। সেখানে দেখাচ্ছে মাত্র ১৪০ মেগাবাইট ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সিপ্যানেলের প্রথম পৃষ্ঠায় একরকম তথ্য, আর Disk Space Usage-এ আরেক রকম তথ্য। এমনটা কেন হচ্ছে? (ছবি দেখুন নিচে)
গ. সিপ্যানেলের কোনো ফাইল ডিলিট করা কি নিরাপদ? কোন কোন ফাইল ডিলিট করা নিরাপদ? টেম্পরারি ফোল্ডার দেখছি দুটো। একটা home ফোল্ডারের অধীনে আরেকটা public_html-এর অধীনে। দুটো টেম্প ফোল্ডার কেন? এর কোনোটার ফাইল মুছা কি নিরাপদ?
ঘ. ক্যাশ ফাইলে অনেক কিছু জমে আছে। সেখানে কোনটা মুছা নিরাপদ, কোনটা নিরাপদ না বুঝতে পারছি না। পরামর্শ চাচ্ছি। যে প্লাগইন বা মডিউল আগে ব্যবহার করতাম কিন্তু এখন করি না, সেই প্লাগইন বা মডিউলের ফোল্ডার কি ক্যাশ ফোল্ডার থেকে মুছে ফেলা যায়?
ঙ. ডিস্ক স্পেসের একটা বড় অংশ নিচ্ছে দুটো সফটওয়্যার- Webalizer এবং Awstats। দুটোর কোনোটি ব্যবহার করা হয় না, যা দরকার গুগল অ্যাডসেন্স থেকেই সেরে নেই। সেক্ষেত্রে এগুলো চালু রাখার কি কোনো দরকার আছে? দরকার না থাকলে কীভাবে এগুলো বন্ধ করে দেয়া যায়?
এছাড়া আরো কোনো পরামর্শ থাকলে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ।