টরেন্ট দিয়ে ডাউনলোড করলেতো করাপ্ট হওয়ার কথা না! 
এনিওয়ে, সম্ভবত ইনস্টল করতে পারবেন না। আপনি টরেন্ট দিয়ে আইএসও দুটি রিপেয়ার করুন।
মনে করুন, আপনি linuxmint-201204-mate-cinnamon-dvd-64bit.iso ডাউনলোড করেছেন এবং আইএসওটির হ্যাশ মিলছে না অর্থাৎ করাপ্ট হয়েছে। উল্লেখ্য, করাপ্টেড আইএসও মুছবেন না।
এখন টরেন্ট ক্লায়েন্ট দিয়ে ঐ আইএসওটিকে নতুন করে ডাউনলোড দিন। ডাউনলোড শুরু হলে দেখুন ডাউনলোড ডিরেক্টরিতে আইএসওটি ডাউনলোড হচ্ছে। এবার টরেন্ট ক্লায়েন্টটিকে বন্ধ করুন এবং আপনার করেপ্টেড আইএসওটি কপি করে টরেন্ট ক্লায়েন্ট দিয়ে যেই আইএসওটি ডাউনলোড করছেন সেটিকে রিপ্লেস করুন।
এবার টরেন্ট ক্লায়েন্টটি চালু করে ডাউনলোড রিজ্যুম করুন। টরেন্ট ক্লায়েন্ট করাপ্টেড আইএসওটির মিসিং সেগমেন্টগুলো ডাউনলোড করা শুরু করে দিবে। 
রিকমেন্ডেড টরেন্ট ক্লায়েন্টঃ