টপিকঃ মাইক্রোকন্ট্রোলার, রোবট ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন
ইদানিং রোবোট বানানোর ভুতে ধরেছে। আমার এক বন্ধুও খুবই আগ্রহী। কিন্তু এই বিষয়ের কিছুই জানি না!
মাইক্রোকন্ট্রোলার কি জিনিস সেটে নেটে দেখলাম। দেশে মাইক্রোকন্ট্রোলার পাওয়া যাবে কোথায়? আর মাইক্রোকন্ট্রোলার কি জিনিস শুধু সেটাই জানি। কিভাবে কাজ করে, কিভাবে প্রগ্রাম করে ইত্যাদি কিছুই জানি না। এসব ভালভাবে শিখব কিভাবে? কোন ভাল বই সাজেস্ট করবেন প্লিজ? (হার্ডকপি পাওয়া গেলে ভাল, না গেলে আরও ভাল!! PDF হলেও চলবে)