টপিকঃ Linux Mint বুট হচ্ছেনা।
আমার কাছে Linux Mint এর একটা DVD আছে কিন্তু এটা বুট হচ্ছেনা।DVD টা ভেতরে থাকলে
আমার PC রান হয় না ।
সমাধান চাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » Linux Mint বুট হচ্ছেনা।
আমার কাছে Linux Mint এর একটা DVD আছে কিন্তু এটা বুট হচ্ছেনা।DVD টা ভেতরে থাকলে
আমার PC রান হয় না ।
সমাধান চাই।
বায়োস থেকে বুট ডিভাইস প্রায়োরিটিতে CD/DVD প্রথমে আছে কিনা দেখে নিন। তারপরেও বুট না হলে আপনার iso ফাইলটি করাপ্ট কিনা সেটা পরীক্ষা করুন (Checksum)।
বায়োস থেকে বুট ডিভাইস প্রায়োরিটিতে CD/DVD প্রথমে আছে কিনা দেখে নিন। তারপরেও বুট না হলে আপনার iso ফাইলটি করাপ্ট কিনা সেটা পরীক্ষা করুন (Checksum)।
যদি iso ফাইলটি করাপ্ট হয় । তা হলে কি করবো ?
আর করাপ্ট কিনা কি ভাবে দেখবো?
আমার কাছে 8Gb পেনড্রাইব আছে কোন উপায় খাকলে বলবেন।
ধরে নিচ্ছি আপনি আপাতত উইন্ডোজে আছেন। bitser ডাউনলোড করুন। এটা দিয়ে iso ফাইলটির MD5, SHA-1 ইত্যাদি checksum জেনারেট করা যাবে। এবার আপনার ডাউনলোড করা ফাইলটির যে checksum পেলেন তার সাথে লিনাক্স মিন্টের মূল সাইটে ডাউনলোড পেজে যে checksum দেওয়া আছে তার সাথে মিলিয়ে দেখুন। না মিললে বুঝতে হবে আপনার ডাউনলোড করা ফাইলটি করাপ্ট।
iso ফাইলটি করাপ্ট হলে টরেন্ট ব্যবহার করে ফাইলটি চেক করিয়ে নিন।
আপনার কাছে যখন একটি পেনড্রাইভ আছে তখন সিডি/ডিভিডি নষ্ট না করে iso ফাইলটি দিয়ে পেনড্রাইভটিকে বুটেবল করে নিন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » লিনাক্স মিন্ট » Linux Mint বুট হচ্ছেনা।
০.০৩৪৮৭২০৫৫০৫৩৭১১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৬.৪২৮১১৭০৪৮৬২৪ টি কোয়েরী চলেছে