Re: ফটোগ্রাফি টিপস
বাহ বাহ বেশ বেশ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ফটোগ্রাফি টিপস
ফটোগ্রাফি এর সব থেকে প্রথম কথা হল যত খুশি ছবি তোলা। যে ভাবে খুশি সে ভাবে তোলা।।
ডিজিটাল ছবি তুলতে তো খরচের বেপার নাই।
তারপর ছবি গুলো নিয়ে বস তে হবে।
খুত বের হলে ভাল আর না বের হলে আরেক জন কে দিয়ে বের করাতে হবে ।তার নজর থেকে ছবি তা কে দেখতে হবে।
আমি নিজে এই ভাবে কাজ করি। ছবি তুলি দেখি.।অন্য কে দেখাই আর কমেন্ট করতে বলি।
এক বারে তো কিছু হবে না.।সময় লাগবে। কিন্ত হবে।
চমৎকার হচ্ছে সিরিজটি
আপনাকে, অন্যান্য অংশগ্রহনকারীকে এবং যায়যায়দিনকে এজন্য ধন্যবাদ।
অফটপিক: সাদা বাঘের কোন ছবি দেখলাম না:(
আচ্ছা আমার Sony Cybershot আছে। আমি ঠিক জানি না কিভাবে সেটিংস পরিবর্তন করলে কাছের জিনিস স্পষ্ট আর দূরেরটা অস্পষ্ট আসবে, কিংবা উল্টোভাবে। আপনারা DOF-এর ব্যাপারটা যা বলেছেন তা আমি বুঝেছি। কিন্তু আমার Digital Cameraটাকে কিভাবে কাস্টমাইজ করব যাতে সেটা কাছের জিনিস স্পষ্ট আর দূরেরটা অস্পষ্ট দেখাবে।
ধন্যবাদ
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ফটোগ্রাফি টিপস
০.০৫৩০৩৮৮৩৫৫২৫৫১৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৪.৪৬০০০৪০৪৫৬৫৩ টি কোয়েরী চলেছে