Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
ভাই আমার সমস্যা বেশ জটিল। আমি উবুন্তু ১২.০৪ , পিয়ার লিনাক্স ৬ আর লিনাক্স মিন্ট ১৪ তে একই সাথে সফল এবং ব্যারথ । কারন মডেম হটাত পিসি পায় আবার মাঝে মাঝে পায় না। মডেমের এলইডি এর লাইট জ্বলে এবং সেকেন্ড ২/৩ পরেই সেটা নিভে যায়। উবুন্তু তে হার্ড রীবুট দেওয়া লাগে বাকিগুলতে সফট রিবুট দিতে হয়। এবং রিবুট দিলেও যে মডেম পাবে তার কোন নিশ্চয়তা নাই।
আর ফুডুন্তু ১৭ তে অই নিয়মে হয় না। no child process দেখায়। মডেমের মডেল WU216
শমাধান দিলে এই বান্দার অনেকটা উপকার হতো।
৬৪ ২৪-১২-২০১৩ ১৬:৩৪ সর্বশেষ সম্পাদনা করেছেন itschoton (২৪-১২-২০১৩ ১৬:৪১)
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
লিনাক্স মিন্ট ১৬ (৬৪ বিট) এ বাংলালায়ন মডেম চলবে কি? আমি বাংলালায়ন AX226 মডেম ব্যবহার করি।
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
শাওন ভাই আমি wimaxcmgui_0.0.1.tar.gz এই ফাইলটি কোন ভাবে ইন্সটল করতে পারছি না। এটা কিভাবে ইন্সটল করব?
উল্লেখ্য : আমি কোনোদিন tar.gz file ইন্সটল করতে পারি নি। এই ফাইলটি আমার Downloads folder এ আছে। আমি qmake দিয়ে তরয় করেছি কিন্তু পারি নি। কেউ কই আমাকে পুরা কোডটা একটু লিখে দেবেন? আমি windows ফেলে দিয়ে লিনাক্স ইউজ করছি। এজন্য আমার নেট ইউজ করার জন্য বাংলালায়ন মডেম ই ভরসা।
সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব,
যা প্রয়োজন তাই নেব,জাতি,ধর্ম ,বর্ণ, গোত্র,নির্বিশেষে মানুষের কল্যাণ করব ।
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
এই কাজটি করতে গিয়ে আমি আমার Bangla Lion মডেমটি নস্ট করেছি ।
৬৯ ১৭-১২-২০১৪ ১৮:১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন মারুফ সরকার (১৭-১২-২০১৪ ১৮:২২)
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
আপনার এই ফাইল কি "kali" লিনাক্সে কাজ করবে (যেহেতু "kali" ডেবিয়ান বেসড)? আর যদি না করে তবে, আমি কিভাবে আপনার ফাইলকে "kali"-এর জন্য কম্পাইল করে নিতে পারি?
ধন্যবাদ ভাই।
(বি.দ্র. : জানি বাংলালায়ন বর্তমানে লিনাক্স এর জন্য মডেম দিচ্ছে, কিন্তু তা কেনার ইচ্ছে এখনো নেই।)
(এডিটঃ
আমি আপনার ফাইল এর সাহায্যে উবুন্টু ১২.০৪-এ (৩২বিট) বাংলালায়ন কানেকশন ভালো ভাবেই ব্যবহার করেছি)
৭০ ১৩-০৬-২০১৫ ০২:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন xyzshaud (১৩-০৬-২০১৫ ০২:০৮)
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
৭১ ১৯-০৬-২০১৫ ২১:৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (১৯-০৬-২০১৫ ২১:৩৩)
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
driver payna ubuntu 15.04 kicu akta koren
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
software ta thik vabei choleche kintu account kholar somoy modem connect kore mac address likhar jaygtay seta likha jachhe na r modem pc te connect korar por o likha asche no device, plug it in. problem ta kothay hochhe?
Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
ইসেজ তো ওপেন হচ্ছে না ভাই ?