Re: উবুন্টু ১২.০৪ সহ লিনাক্সের জন্য গ্রাফিকাল ওয়াইম্যাক্স সিএম
linx_freak লিখেছেন:একবার পিসি বন্ধ করে পুনরায় চালু করার পর wimax service টা manually স্টার্ট করে পিসি reboot দেয়া লাগে। তাহলেই interface eth1 পাওয়া যায়।
পিসি রিবুট করলে সার্ভিস অবশ্যই চালু হবে। মডেম না পাওয়াটা সার্ভিসের দোষ না।
আপনি পিসি চালু করার সময় মডেমটা খুলে রাখবেন, চালু হওয়ার পর ডেস্কটপ আসলে তারপর মডেম প্লাগ ইন করবেন।
সার্ভিস ঠিকমত চালু হয় কিনা সেটা টেস্ট করতে মডেম না লাগিয়ে wimaxcmgui অপেন করুন। দেখবেন No device দেখায়। সার্ভিস ছাড়া ওই এপ্লিকেশনটি কাজই করবেনা।
আপনার মডেলটি কাজ করছে জেনে ভাল লাগলো।
প্রথমেই আপনাকে ধন্যবাদ মডেম এর ড্রাইভার তৈরি করার জন্য। প্রথমবারতো .deb ফাইল extract করে ফাইল গুলো same লোকেশান এ কপি করে চালিয়েছি।
যাক সেই কথা, Desktop আসার পর modem লাগালেও wimaxgui : no device দেখায় এবং modem এর light on হয়না।
একমাত্র modem initialize হলেই wimaxgui : there is no Active connection দেখায় এবং modem এর light অন্ হয়। মডেম কি অন্য কোনও device সাথে conflict করতে পারে? আমার usb পোর্ট এ শুধু wimax modem এ লাগানো।
আমি notebook এ Mint 13 চালাচ্ছি।