টপিকঃ টেস্টিং 2 নতুন এরোর
টপিক পোস্ট করলে নতুন এরোর দেখাচ্ছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » খেলাঘর » টেস্টিং 2 নতুন এরোর
টপিক পোস্ট করলে নতুন এরোর দেখাচ্ছে
টপিক পোস্ট করলে নতুন এরোর দেখাচ্ছে
আমি একটা টপিক পোষ্ট করলাম, আমার এরর দেখালো না।
এটি মাঝে মাঝেই দেখায়। যায়হোক, এতে বিভ্রান্ত হবার কিছু নাই। ইরোর দেখালেও টপিক কিন্তু ঠিকই পোস্ট হয়। শুধু ইরোর পেজটিকে রিলোড করলেই বুঝতে পারবেন।
ভাই আমারও এ সমস্যা হয়েছে। আমি পুনরায় সাবমিট দিয়েছিলাম। এখন দেখি আমার পোস্ট ২টা হয়েছে। একটা পোস্ট কিভাবে Delete করা যায়?
ভাই আমারও এ সমস্যা হয়েছে। আমি পুনরায় সাবমিট দিয়েছিলাম। এখন দেখি আমার পোস্ট ২টা হয়েছে। একটা পোস্ট কিভাবে Delete করা যায়?
ডিলেট করার দরকার নাই সম্পাদনায় গিয়ে লিখেন যে এইট ২ নাম্বার আপনারা ১ নাম্বারটায় কমেন্ট করুন তারপর রাইতের বেলায় মুরুব্বীরা আইসা ডুপ্লিকেট পোস্টখানি মুইছা দিবো
টপিক পোস্ট করলে নতুন এরোর দেখাচ্ছে
২ বছর আগে থেকেই এটা আমার হয়। এটা নিয়ে পোস্ট ও করেছিলাম মনে হয়। কিন্তু সমাধান হয়ণি।
এরর হলে এটা কিভাবে পোস্ট হল? বুঝলাম না
দ্যা ডেডলক লিখেছেন:টপিক পোস্ট করলে নতুন এরোর দেখাচ্ছে
২ বছর আগে থেকেই এটা আমার হয়। এটা নিয়ে পোস্ট ও করেছিলাম মনে হয়। কিন্তু সমাধান হয়ণি।
আমারও এই সমস্যা দেখায়। তবে যেহেতু আমি জানি এটা দেখালেও পোস্ট ঠিকই হচ্ছে, তাই আবার সাবমিট করি না।
প্রজন্মের ডাটাবেজের সাইজ অনেক বড় বলে বোধহয় এমন সমস্যা হচ্ছে।
প্রজন্ম ফোরাম » অভ্যর্থনা কক্ষ » খেলাঘর » টেস্টিং 2 নতুন এরোর
০.০৫৬৩৪৮০৮৫৪০৩৪৪২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.১১১১৯৩৪৩৬৬০২ টি কোয়েরী চলেছে