Re: আজ রাতে এল-ক্ল্যাসিকো, লা-লিগার অলিখিত ফাইনাল
জিতে গেলাম গোউউউউউউউউউউ
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » আজ রাতে এল-ক্ল্যাসিকো, লা-লিগার অলিখিত ফাইনাল
জিতে গেলাম গোউউউউউউউউউউ
ইয়াহু ! ছোট মহাপুরুষ রে ভেংচি দিয়া আইলাম
ভাল হইসে।
অন্য গ্রহের ফুটবল অন্য গ্রহে গিয়া খেল। পৃথিবীতে না।
অন্য গ্রহের ফুটবল অন্য গ্রহে গিয়া খেল। পৃথিবীতে না।
ভাল হইসে।
অন্য গ্রহের ফুটবল অন্য গ্রহে গিয়া খেল। পৃথিবীতে না।
অন্য গ্রহ না ছাই!
ঘুমপাড়ানী ফুটবল!
বার্সার আরেকটা গুণ আছে, সেটা হলো অভিনয়ের অসাধারণ দক্ষতা
সার্জিও বুসকেটস, ড্যানি এলভিস, পেড্রো এরা তো অস্কার পাওয়ার যোগ্য
বিপরীত দিকের ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা ভুলে গেলেন? সে তো তার অভিনয়ের জন্য সু-বিখ্যাত(নাকি কুখ্যাত?!)। আজকে তো দিব্বি একখানা চমৎকার ডাইভ দিয়ে মাসকেরানোকে হলুদ কার্ড খাওয়াইয়া দিলো! এই স্প্যানিশ রেফারিগুলার বদলে আজকে অন্য কোন রেফারি, বিশেষ করে হাওয়ার্ড ওয়েব থাকলে উল্টা রোনালদোকে মাঠছাড়া করতো। ম্যানইউতে থাকার সময় শেষের দিকে ওর এই অভিনয়ের কারণে তো বহু ছ্যাঁচা খাইছিলো। কিন্তু স্প্যানিশ লিগে এইটা হবে বলে মনে হয় না।
আজকে তো দিব্বি একখানা চমৎকার ডাইভ দিয়ে মাসকেরানোকে হলুদ কার্ড খাওয়াইয়া দিলো!
আরে ডাইভ কই দেখলেন?
উল্টা ড্যানি আলভেস রোনালদোকে যেভাবে ফাউল করলো..
ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল.
ম্যাচ সম্পর্কে বেস্ট কমেন্ট
Another defeat for Football™ (© FC Barcelona 2009-2012). What a shame.
খাবার খাওয়ায় দেওয়ার পরও যদি গিলতে না পারে সেটা সত্যি দুঃখজনক। মেসি যেভাবে জাভিকে একটা বল বানায় দিয়েছিল, আমার মনে হয় ভুটান ফুটবল দলের যে কেউ অনায়াসে ওই গোলটা করতে পারতো। বার্সার ভাগ্যটা আসলেই খারাপ ছিল।
চালিয়ে যান ... আমারো কয়দিন পরে শর্ট ফিল্মে হাত দিতে হবে ...
আরে ডাইভ কই দেখলেন?
![]()
উল্টা ড্যানি আলভেস রোনালদোকে যেভাবে ফাউল করলো..
ওকে লাল কার্ড দেখানো উচিত ছিল.
ধরলাম আমি ভুল দেখছি। কিন্তু কমেন্টেটরকেও তো সেই ফাউলের(!) রিপ্লে দেখার পর বলতে শুনলাম যে ওইটা কোনমতেই একটা ফাউল হইতে পারে না, আর হলুদ কার্ড তো দূরের কথা। এইটার ভিডিওটা পাইলাম না কারণ এখনও কেউ আপলোডায় নাই। পাওয়া মাত্রই এইখানে পোষ্ট করা হইবেক।
আর হ্যাঁ, ড্যানি আলভেস লাল কার্ড পাওয়ার মতই কাজ করছিলো। যেহেতু দেখে নাই, কাজেই বুঝা যাইতেছে রেফারিটা কি ছিলো। এরকম স্থুল ভুল এই রেফারি আরও করছে। রোনালদোর ডাইভের কথাটা এমনিতেই বলি নাই। ভিডিওটা পাইলে তারপর সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন।
বার্সা হারছে
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » আজ রাতে এল-ক্ল্যাসিকো, লা-লিগার অলিখিত ফাইনাল
০.০৫৯৭৯৭০৪৮৫৬৮৭২৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.১৮৩২১৫২০৫৩১৭ টি কোয়েরী চলেছে