১ ১৪-০৪-২০১২ ১৪:২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (২৭-০৪-২০১২ ০৩:৩২)
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
আমার মনে হয়, বন্ধ করাটা উচিৎ হয় নি।
যাই হোক প্রজন্মের মডারেটর এবং এডমিনবৃন্দ নিশ্চই প্রজন্মের ভালর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
রাজনীতি বিভাগ টা আমার নিজেরো পছন্দ নয়। আজাইরা ঝগড়া ঝাটির উৎস। কিন্তু আমার মনে হয় এভাবে রাজনীতি বিষয়ক কথা বলার বিষয়ে ফোরামিকদের অধিকার অনেকটাই কেড়ে নিয়ে আপনারা খুব ভাল দৃষ্টান্ত উপস্থাপন করলেন না। জিনিষটা পছন্দ হলোনা।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
না এই সিদ্ধান্ত পছন্দ হলো না।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
নাকিব ভাই, আমি যতটুকু দেখতে পারি, তারা নিজেরাই তাদের অধিকারটুকু নষ্ট করেছে। আমাদের দোষারোপ করে খুব কি লাভ? বিভাগ তো এই এডমিনই বানিয়েছিলেন, নিশ্চয়ই বন্ধ করার উদ্দেশ্যে নয়। বন্ধ যখন করতে হয়েছে, সেটা বাধ্য হয়েই করতে হয়েছে।
ফোরামে ধর্মীয় টপিকগুলোতেও অফিশিয়াল সাপোর্ট দেয়া হত না/ হয় না নিরপেক্ষতার সাপেক্ষে। তাই বলে কিন্তু ধর্মীয় টপিক পোস্ট করাতে কোন ধরনের বিধিনিষেধ দেয়া হয় নি।
এতটুকুই যে, ফোরামের ভালর জন্য সর্বোচ্চ সিদ্ধান্ত নেয়াটা সহজ করা হয়েছে।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
এটা একটা খুবই অসাধারন কাজ হয়েছে।
এডু ও মডুদের পেলাস।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
আজাইরা প্যাচাঁল এর এক দপ্তর বন...হইল তাইলে...কামড়া কামড়ি কমার সম্ভাবনা...(ভবিষ্যত বাণী)
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
আমরা যোগ্য নেতা চাই কিন্তু যোগ্যতার পরিচয় দিতে চাই না।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
যেই সব বিভাগ বিভিন্ন সদস্যদের মধ্যে ফালতু কারনে কথা কাটাকাটি / ঝগড়াঝাটি / ব্যাক্তিগত আক্রমন বাড়ায় সেইসব বাজে বিভাগের কোনো প্রয়োজন নেই।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। স্বাগত জানাই।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
চমতকার সিদ্ধান্ত, শতভাগ সমর্থন রইল।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
রাজনৈতিক বিভাগ বন্ধ করা ভালো হয়েছে। একজন নতুন সদস্যকে সম্প্রতি ঐ বিভাগে একটামাত্র মন্তব্য করার জন্য চার পাঁচজনের সিণ্ডিকেট মাইনাস দিয়ে যায়। বিষয়টা নি:সন্দেহে নতুনদের নিরুৎসাহিত করবে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পচা অঙ্গটি কেটে দেহটিকে বাঁচানোর জন্য ফোরাম মডারেশন প্যানেলকে ধন্যবাদ।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
উত্তম সিদ্ধান্ত
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
আমি বেজায় খুশি।
কিছু আবর্জনা কমলো ফোরাম থেকে। এখন একটু শান্তিতে ফোরামিং করা যাবে।
মডারেশন প্যানেলকে এজন্য সাধুবাদ।
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
ভাল শিদ্ধান্ত নিয়েছেন। এডু ও মডুদের এজন্য ধন্যবাদ জানাচ্ছি।