আরাফাত লিখেছেন:মাথায় পচন ধরেছে বলে মাথাটাই কেটে ফেলাম মত সিদ্ধান্ত হয়ে গেল মনে হচ্ছে।
ব্যাপারটা অনেকটা তেমনই, তবে রাজনীতি বিভাগটা আসলেই প্রজন্ম ফোরামের মাথা ছিল কিনা সেটা ভেবে দেখার বিষয়। এই বিভাগে হাতে গোনা কয়েকটি টপিক ছাড়া প্রায় সবই ছিল বিভিন্ন পত্রিকার কপিপেস্ট সংবাদ।
বিশাল এক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ায় ফোরাম কর্তৃপক্ষকে ধন্যবাদ 
অফটপিকঃ
এখন পরামর্শ-সমস্যা-সমাধান বিভাগটারও কিছু একটা ব্যবস্থা করা উচিত। আমরা কানা ফোরামিকরা "আমার মাউস খারাপ" জাতীয় টপিক দিয়ে এটার বারোটা এরমধ্যেই বাজিয়ে দিয়েছি। পুরো বিভাগটা খুজলে কয়টা ফোরাম সম্পর্কিত সমস্যা-পরামর্শ পাওয়া যাবে সন্দেহ!
সম্ভাব্য দুইটা সমাধানঃ
১) বিভাগটার নাম পরিবর্তন, যেমন- "ফোরাম সম্পর্কিত পরামর্শ-সমস্যা-সমাধান"
২) ট্রাবলশুটিং (উপ)বিভাগটাকে চিপা থেকে টেনে বের করে একে বিভাগ পদে প্রমোশন দেওয়া, যাতে "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি" ছাড়া অন্যান্য বিষয়ের ট্রাবলশুটিং নিয়েও এখানে সাহায্য চাওয়া যায়।
if ($কম্পিউটার != "উইন্ডোজ" && $লিনাক্স != "উবুন্টু" && $ইন্টারনেট != "ফেসবুক") {print 'I am a real user !';}
নিউরোন তরঙ্গের লগবই