Re: "রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট" বিভাগ বন্ধকরন সম্পর্কিত ঘোষনা
রাজনীতি এমন একটা জিনিষ যেটা নিয়ে তর্ক বিতর্ক হবেই।
আগ্রহের বিষয়টা নিয়ে বিশাল আলোচনা করা যেতে পারে। কেবলমাত্র একটা বিভাগ নিয়েই একটা ফোরাম থাকতে পারে, আবার কয়েকশ বিভাগ নিয়েও হতে পারে। কিন্তু সবার পছন্দকে যদি সমভাবে আপনি গুরুত্ব দিতে যান, ১৮+ একটা ক্যাটাগরীও আপনাকে তখন দিতে হবে না কি ? সামাজিক জীবনে হতে পারে ব্যাপারটা খুব অড, অনলাইন জগত হিসেবে কিন্তু সেটা ব্যাপক জনপ্রিয়।
রাজনৈতিক বিভাগে এতদিন যেটা দেখে এসেছি সেটা হচ্ছে নোংরা ভাবে তর্কাতর্কি। শুধু তর্ক বিতর্ক হলে মনে হয় না এতগুলো ফোরামিক খুশি হয়ে যেত বন্ধের সিদ্ধান্তে। হিন্দী সংস্কৃতি নিয়ে লেখা হচ্ছে বলেই সাহিত্যসংস্কৃতি বিভাগ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় নি। রাজনৈতিক বিভাগ এখন পর্যন্ত ফোরামে কোন কার্যকর ভূমিকা রাখে নি, বরং সেটা গোলমালই বাড়িয়েছে, রাজনৈতিক ইস্যু ধরে বিশৃঙ্খলাও সৃস্টি হয়েছে।
যাহোক, আমার জানামতে এটি বহু পূর্বে নেয়া সিদ্ধান্ত, দীর্ঘদিন আগে সেই সম্পর্কিত একটা হিন্টস ও দেয়া হয়েছিল। এখন কার্যকর করার মানে এই নয় যে গতকাল রাতে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।