সর্বশেষ সম্পাদনা করেছেন মান্না. (০৬-০৪-২০১২ ১২:৩৮)

টপিকঃ সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

বৃষ্টির কারণে একজন এক্সট্রা পেসার খেলিয়েছে.
অন্য কোন ব্যাপার নেই.

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

সর্বশেষ সম্পাদনা করেছেন rockingguy (০৬-০৪-২০১২ ১৩:২১)

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

সব দোষ এই বেটা ওয়াসিম আকরাম এর। এরকম একটা টিমকে সে কোনো পর্যায় দিতে পারেনি । এভাবে কেউ টীম সিলেক্ট করে । পুরাই ফাউল একটা ডিসিশন। আর কালকে ক্রিকইনফো তে সুনিল নারায়নকে নিয়ে যে তোলপাড় হয়েছে তাকেও টীম এ নেয় নি।
এবার বুঝেন কি বাজে একটা টীম সিলেক্ট করেছে এই ওয়াসিম। 
আর ১২ ওভারের ম্যাচ এ জ্যাক কালিস কিভাবে ওপেনিং পায় যেখানে সে ২০ বলে ২৫। সেই জায়গায় ইউসুফ পাঠানকে নামানো উচিত ছিল। যাই হোক কালকে কমেন্টেটর এবং হারশা ভোগলে সবাই কেকেয়ার এর এই জঘন্য টীম সিলেকশন এ ক্ষেপা। ওয়াসিম আকরাম এর উপর আসলেই মেজাজ পুরা খারাপ।  ওর মত প্লেয়ার এর কাছ থেকে কখনও এরকম টীম সিলেকশন আশা করি নি।

কালকে পুরা ম্যাচটাই হারছে ওয়াসিম আকরাম এর কারনে। যে কিনা ১২ ওভার এর ম্যাচ দেখে পুরা টীমটাই বাজে ভাবে চেঞ্জ করেছে। এতে করে পুরো প্লানিংটাই নষ্ট হয়ে গেছে।
দেখা যাক নেক্সটম্যাচে কি হয়। তবে সাকিব আর রায়ান টেন ডেসকাটকে চাই। রায়ান টেন ডেসকাট জ্যাক ক্যালিস এর থেকে ভাল টি-২০ ব্যাটিং করে। এরকম একটা প্রতিভা নষ্ট হতে দেওয়া ঠিক না

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

কেকেআর হারায় খুব খুশি হয়েছি। সাকিব নাই, কেকেআর এর পাশে বাংলাদেশ নাই।

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

কালকে আমি হলেও পেসার খেলাতাম। আর ক্যলিস তো উইকেট পেয়েছে বল করে, এই জন্যই ওকে দরকার কারণ ভালো ব্যটিং প্লাস বোলিং পারে। ম্যকাল্লাম তে নিবেই এবং ব্রেট লি বেস্ট পেসার ওদের। তাই লাস্ট জায়গাটায় টেন ডেসকাটকে নিলে ভালো হত (পেসার বলে)।

সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (০৬-০৪-২০১২ ১৫:২১)

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

সাকিবকে সব ম্যাচে খেলাবে এমন কিছু কি ওর সাথে চুক্তিতে আছে।দল তার প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড় নামাবে।তাছাড়া সাকিব নামলেই ম্যাচ কেকেআর জিতে যেত এমনতো নয়। সাকিব তার সামর্থ্যের চেয়ে বেশী দিয়েও এশিয়া কাপে বাংলাদেশকে জিতাতে পারেনি। sad খেলার হারজিত খেলার পর্যায়ে রাখা উচিত।

@ রকিংগাই এক ম্যাচ দিয়েই ক্যালিসকে বিচার করে ফেললেন  lol2 গত সপ্তাহের টি-২০তে ভারত কিন্তু ক্যালিসের ব্যাটিংয়েই পর্যুদস্ত হয়েছিল।

hit like thunder and disappear like smoke

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

অনেকের অনেক রকম মন্তব্য পড়লাম । তবে একটা কথা কি জানেন ? আমদের দেশের ছেলে তো । তাই আমরা ওর দিকেই তাকিয়ে থাকি । ওকে না খেলতে দেখলে আমাদের (ব্যক্তিগতভাবে আমার) কষ্ট লাগে ।

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

সাকিব কে নেয় নাই তাই কেকেআরে নাই neutral।আজকে দাদার পুনে ওরারিয়ার্স খেলবে,দেখি কি করে!!!

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

আজকের খেলায় তামিমকে স্কোয়াডে রাখেনি।  angry

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

১১

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

এটা একটা বাজে সিদ্ধান্ত .......সাকিব এর বিকল্প নাই

১২

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

সাকিব তামিমের যে কপালে কি লেখা বুঝতেছি না ।

১৩

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

আসলেই তাই । ল্যাঙের দিকেই সমালোচনার তীর ।
ল্যাঙকে অরিজিনাল ল্যাঙ মেরে তবে শান্তি পাবে সাকিবভক্তরা ।

১৫

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

১৬

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন rockingguy (০৭-০৪-২০১২ ০১:৩৬)

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

রেড চিলিজ এর অফিসিয়াল ওয়েবসাইট । যেই কোম্পানি দারা কেকেয়ার পরিচালিত হয় সেখানে খেলার দিন দুপুর তিনটায় তারা স্কোয়াড দিয়েছিল যেখানে সাকিব ছিল । অথচ বৃষ্টির কারনে ১২ ওভারের ম্যাচে পুরা টিম চেঞ্জ । এইটাই সবচেয়ে মেজাজ খারাপ করছে। আমি এজন্যই ওয়াসিম দোষ দিচ্ছি কারন খেলার দিন দুপুরের মধ্যেই ঠিক হয়ে যায় কে খেলবে । সেই মানুসিকতাও থাকে প্লেয়ারদের মধ্যে যে আজকে আমার সাথে এই প্লেয়াররা খেলবে। কিন্তু খেলার কিছুক্ষন আগে যখন দেখে টীম চেঞ্জ তখন খেলা এমনিতেই নষ্ট হয়ে যায়। ৭ টার দিকে আইপিএল টি২০ তে দেখাছে সাকিব পুরো দমে প্র্যাকটিস করছে। সেটা দেখে হারশা ভোগলেও বলেছিল । সাকিব তো থাকবেই মাস্ট। কিন্তু বৃষ্টিটা হওয়াতে পুরা জিনিসটাই নষ্ট করে দিল। আর ওয়াসিম আকরাম ও মনে করছে যে দল চেঞ্জ করলে ভাল হবে। অথচ এইটা ভাবা উচিত যে এতে করে যে প্রস্তুত নয় সেও খেলছে আর যে প্রস্তুত সে খেলছে না।
জ্যাক ক্যালিস নিসন্দেহে ওয়ার্ল্ড শ্রেষ্ট অলরাউন্ডার দের মধ্যে একজন। তারপরও ১২ ওভারের ম্যাচে এত কিছু প্ল্যান করতে পার অথচ এইটা বুঝনা যে জ্যাক কালিস এর খেলা শুরু হতে অন্তত ৫ ওভার লাগে। সেই যায়গায় ইউসুফ রে দিলে অনেক বেটার হত পাওয়ার প্লেতে অন্তত ঠেকাতো না।

এটা শুধু আমিই না অনেকেই বলছে যে টেন ডেসকাটকে নামানো উচিত। গত আইপিএল এ ও কেকেয়ার এর দুইটা ম্যাচ বাচিয়েছে। খালি এত প্লেয়ার দেখে চান্স পাচ্ছে না। তবে ও যদি আজকে আইসিসি র‌্যাঙ্কিং এ থাকা কোনো জাতীয় দলে খেলত তবে টপ ১০ ব্যাটসম্যানদের মধ্যে থাকত। উদাহরন সরূপ ওর কিছু ইনিংস দেখতে পারেন। পুরাই ক্লাস ব্যাটসম্যান। এছাড়া টেন ডেসকাট ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে নেদারল্যান্ড হারনোর জয়ের নায়ক সেই ম্যাচে সে ১০১ করেছে। এছাড়া বাংলাদেশ এর সাথে যখন নেদারল্যান্ড এর ম্যাচ ছিল। নেদারল্যান্ড ১৫০ না ১৫৫ তে অল আউট হয়েছিল । সেই ম্যাচে সবার রান ২০ এর নিচে ছিল অথচ এই প্লেয়ার ৫১ বলে ৫৫ অপরাজিত ছিল। তার সিক্স গুলাও দেখার মত । ওর এভারেজ নেদারল্যান্ড এর মত টীম এ থেকেও ৬৩

মোট কথা বলব কেকেয়ার সম্পূর্ন বাজে টিম সিলেকশন এর জন্য হারছে। আশা করি নেক্সট ম্যাচে সাকিব খেলবে। তাহলে আবারো আইপিএল এ সাকিব শুরু রাজস্থান এর সাথেই হবে। আশাকরি সবাই মনে করতে পারছেন । গত আইপিএল ও সাকিব প্রথম ম্যাচ খেলেছিল রাজস্থান এর সাথে এবং সেই ম্যাচে শেন ওয়াটসন এর উইকেট নেওয়ার পর সে কি স্টাইল টাই না দেখালো। সেই কোপা স্টাইল  thumbs_up  thumbs_up

১৮

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

১৯

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।

আমি জানি পেসার অবশ্যই ভাল তারপর পরও পেসার হিসেবে ল্যাঙ্গার থেকে বালাজি অনেক ভাল। আর জেমস প্যাটিনসন কি ছিল না। সে কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার জন্য দুর্দান্ত খেলল। আর অন্যদিকে ল্যাঙ্গা তো জাতীয় দলেই চান্স পায় না।
বালাজিকে নামালে ইন্টারন্যাশনাল প্লেয়ার এর স্লট টা সুনিল নারায়ন (বর্তমান ক্রিকেটে এখন সবচেয়ে ভয়ংকর স্পিনার) কে নেওয়া যেত অথবা টেন ডেসকাট। আর ইউসুফ এর সাথে আমি ক্যালিস এর মোটেই তুলনা করছি না।  ক্যালিস  অনেক বস। কিন্তু খেলা ১২ ওভার ইউসুফ এর মত প্লেয়ার এর মাথায় সেটাই থাকে ক্রিজে থাকব নয় আউট হব। ক্যালিস এর আউট অনেক বাজে ছিল।

আর টেন ডেসকাটকে যদি সাকিব এর বদলেও নামায় এবং সে যদি পারফর্ম করে তাহলে কোনো আফসোস নেই। কারন এরকম একটা প্রতিভা যদি এখানে সুযোগ না পায় তাহলে পাবে কোথায়। সাকিব এর খেলা তো আমরা বাংলাদেশ টীমেও দেখতে পারি।

২০

Re: সাকিবরে প্রথম ম্যাচে নিল না কেকেআর । কার কি অভিমত ।