টপিকঃ আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
আমি সারাদিন আজাইরা চিন্তা ভাবনা নিয়া পরে থাকি তার মধ্যে কোন সন্দেহ নাই । তবে বেশ কয়েকদিন ধরে একটা বিষয় মাথায় ঘুরছে । একদিন নাকি খাবার পানির সংকট দেখা দিবে । কিন্তু আমি যতদূর বুঝি মিঠা পানির সংকট দেখা দিবে । কিন্তু পান করার যোগ্য পানি আমরা চাইলেই উৎপাদন করতে পারি । দুইটা পদ্ধতি আপাতত আমার মাথায় ঘুরছে । একটি হল সমুদ্রের পানি পরিশোধিত করে । আরেকটা হল অক্সিজেন ও হাইড্রোজেন এর বিক্রিয়া করে ।
সমুদ্রের পানি পরিশোধিত করার পদ্ধতিতা নিচে আপনাদের সাথে শেয়ার করি । তবে আমি যানি না আমার ধারনা কতটা সঠিক । মাত্র ৯ এ উঠে কেমেস্ট্রি পেলাম । সেই বই থেকে পড়ে যত দূর বুঝি আরকি ।
পরিক্ষা নং ১
শুরুতেই সমুদ্রের পানি নিব । তারপর চিত্রের মত বড় একটা কাচের বাক্স নিতে হবে । কোন ভাবে যেন বাতাস বাহিরে যেতে না পরে । তারপর ওই বাক্সের মধ্যে সমুদ্রের পানি দিয়ে ৩ এর ১ অংশ ভরতে হবে । এবার তাপ দিয়ে পানি ও লবন আলাদা করতে হবে । অতঃপর চিত্রের মত নবনের অংশটি সিল করে দিতে হুবে । তারপর ফ্রিজে ওই বাস্প গুলোকে বরফে পরিনত করতে হবে । তারপর সাধারন তাপ দিয়ে তরলএ পরিনত করতে হবে । পানিটি খাবার যোগ্য হবে তবে মিঠা পানির মত সাদ হবে না ।
হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ার পদ্ধতিটা আরেকদিন না হয় শেয়ার করি । তবে আমি যানি না আমি কতটা সঠিক । কয়েকদিন ঘাটাঘাটি করে যতটুকু বুঝলাম তাই শেয়ার করলাম । এখন আমি কতটা সঠিক তা বলা আপনাদের দ্বায়ীত্ব । আর এই পানিতে যদি কোন ভাবে খনিজ পদার্থ মিশানো যায় তাহলে এই পানিকেও মিঠা পানি বানানো সম্ভব । দেখি এখন এই বিষয় নিয়া ঘাটাঘাটি করে