Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
বাস্প বের হতে না পারলে তোমার কাচের বক্স ফেঠে যাওয়ার সম্ভবা ৯৯.৯৯%
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
বায়োলজি টা বুঝি । কেমিস্ট্রি আর ফিজিক্স চোখের সামনে আসলে দৌড় দিতে মন চায় । কিন্তু সাধারণ ধারনা থেকে বলা যায় যদি ছোট পাত্রতে গরম কর ফেটে যেতে পারে কিন্তু যেহেতু মানুষ একটু একটু করে পানি পরিশোধন করবে না আর যদি তেমন পরিস্থিতি আসে তাহলে অবশ্যই বড় পাত্রেই পানি ফুটানো হবে আর পাত্র ফাটবে না কারণ বিগ্গানীরা অনেক এগিয়ে গেছেন । এখন তো কাঁচের পাতিলে আমরা রান্নাও করি তাই অসম্ভব কিছুনা ।পদ্ধতিটা সঠিক কারণ লবন এবং অন্যান্য দ্রবণ সরিয়ে ফেললে খাবার মত পানি পাওয়া যাবে কিন্তু স্বাদ হবে স্যালাইনের মত
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
১। মাঝে ফ্রীজে বরফ করার অংশটুকু অপ্রয়োজনীয়।
২ অর্থনৈতীকভাবে লাভজনক হবে না। কারণ জ্বালানী খরচ দিয়ে পোষাবে না। বরং যদি বড় আতশ কাঁচ ব্যবহার করে সূর্যের আলোর সাহায্যে করা হয় তাহলে কিছুটা সম্ভাবনা আছে।
ভাল কথা ল্যাবরেটরিতে ডিস্টিল্ড ওয়াটার কিন্তু এই পদ্ধতিতেই তৈরী করা হয় (বাষ্পীভবন --> ঘনীভবন)। এই পানি ব্যাটারীতেও (যেমন আই পি এস) ব্যবহার করা যাবে।
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
জালানী ব্যয় কমানু, এবং অন্যান্য সমস্যা গুলা দূর করা আজকের বিজ্ঞানীদের কাছে পান্তা ভাত মনে হবে বলে আমার মনে হয়। আইডিয়া টা ভাল।
৬ ২৮-০৩-২০১২ ১৬:৪২ সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (২৮-০৩-২০১২ ১৬:৪৪)
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
উপরের খালি অংশ থেকে আগে বাতাস বের করে নিলে ফাটাফাটি নিয়া টেনশন থাকবে না ।
যাই হোক কেউ আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন?
আমি জানি যে পানি থেকে বাষ্প হয়ে মেঘ এরপর বৃষ্টি থেকে আবার পানি হয়। তাহলে পানি কি আসলে পৃথিবী থেকে শেষ হয়ে যাচ্ছে নাকি বেশি মেঘ হয়ে আকাশে থাকছে বা মাটির নিচে লুকিয়ে থাকছে? নাকি সমুদ্রে বেশি পানি চলে যাচ্ছে?
আমরা যে পানি টুকু খাই ওইটাও তো অনেকাংশেই বের হয়ে আবার আকাশেই উড়ে যায় ।
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
পারমুটিট প্রনালী ব্যাবহার করে যদি খর পানি কে মৃদু বানানো যায় তাহলে লবন পানি থেকে মৃদু পানি বানানো কোন কঠিন ব্যাপার না । ওই খানে পারমুটিট নামক সোডিয়াম-আলুমিনিয়াম-অর্থো-সিলিকেট যৌগ ব্যাবহার করা হয় । পারমুটিট খর পানি এর থেকে ক্যালসিয়াম, ম্যাগ্নেসিয়াম কে প্রতিস্থাপিত করে সে নিজে পানির সাথে মিশে যায় । এখানে লবন পানি থেকে মিঠা পানি তৈরিতে, সোডিয়াম-আলুমিনিয়াম-অর্থো-সিলিকেট এর বদলে এমন একটি যৌগ ব্যাবহার করতে হবে যা পানির লবণ কে প্রতিস্থাপিত করতে পারে ।
আমার মনে হয় ইতোমধ্যেই এর কোননা কোন প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে ।
৮ ২৮-০৩-২০১২ ১৮:১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন cslraju (২৮-০৩-২০১২ ১৮:১৮)
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
আসলে বানিজ্যিক উৎপাদনের জন্য সমুদ্রের পানি বাষ্পীভবনের বুদ্ধিটাই ঠিক আছে। কিন্তু খরচ পোষাবে না।
আর তুমি যে পদ্ধতিটির কথা বলেছ, এর জন্য বরফ ব্যবহার না করে কনডেন্সার বা শীতক নামে একটা যন্ত্র আছে যা ল্যাবে ব্যবহার করা হয়। বানিজ্যিক উৎপাদনের সময় নিজের সুবিধামত শীতক তৈরী করে নিতে হবে।
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
আমার জ্ঞান সীমিত । ছোট মাথায় যা ঢুকছে তাই লিখলাম । আর আমার কথা হল যখন পানি শেষ হয়ে যাবে তখনকার কথা । এখানে খরচের কথা আসছে কেন? আর সমুদ্রের পাড়ের বালুও তো অনেক গরম । সেখানের তাপ ব্যাবহার করা যাবে কি?
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
এই ঘটনা কিন্ত অহরহই আমাদের রান্নাঘরে ঘটছে কেবলমাত্র বদ্ধ পাত্র ছাড়া (প্রেসারকুকার বাদ রাখলাম)
তরকারী সিদ্ধ হওয়ার সময় যে গরম বাষ্প বের হয় তার উপরে ডেকচির ঢাকনি ধরলে সেখানে বিন্দু বিন্দু পানি জমা হবে সেগুলা বিশুদ্ধ
বদ্ধ পাত্র ব্যবহার করার আলাদা প্রয়োজনীয়তা কী?
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
পানি তৈরির চিন্তা না করে বরং এখন যেটুকু আছে তা কি ভাবে বাঁচানো যায় তার কোন পদ্ধতি বের করা যায় কি না চিন্তা করে দেখ। তবে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। পদ্ধতি টি হতে হবে কম খরচে যতে সবাই ব্যবহার করতে পারে। পরিবেশ বান্ধব যাতে পরিবেশ ভালো থাকে। আর জ্বালালী সাশ্রয়ী যাতে আমরা শক্তি সম্পদ বাঁচাতে পারি।
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
বৃষ্টির পানিইতো ডিস্টিল্ড ওয়াটার। মেঘের সাথে মেঘের ঘর্ষণ করার জন্য কোন মেশিন তৈরী করা গেলে ভাল হত।
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
@রাজিব আহসান ভাই - ছবিতে লিবিগ কনডেনসারে যেখান দিয়ে জল বেরোচ্ছে সেখানে সম্ভবত ঠান্ডা নয়, গরম জল হবে। ঠান্ডা জল কনডেনসারে প্রবেশ করে, গরম জলীয় বাষ্প থেকে উত্তাপ গ্রহণ করে নিজে গরম হয় আর জলীয় বাষ্পকে ঠাণ্ডা আর ঘনীভূত করে।
Re: আমি কতটুকু সঠিক ( পানি উৎপাদন)
এইত ছেলে প্রেমের সাথে সায়েন্সের লিংক খুজে পাচ্ছে, আগায় যাও বাবু