২ ২৬-০৩-২০১২ ১৭:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ইলিয়াস (২৭-০৩-২০১২ ০৯:৩৩)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
.........................
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
খুব সুন্দর, ইনফরমেটিভ, পিলাচ
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
অল্প কথায় উত্তর দ্যান...
১) শেষপর্যন্ত ১টা বাচ্চাই যদি জন্ম নিবে তাইলে খালি খালি পেটের মধ্যে ২০টারে মারামারি/ কাটাকাটির ডিজাইন করনোর দরকারটা কি ছিলো? অন্য আর দশটা প্রাণীর মত একটা বাচ্চা বড় হইলে অসুবিধা আছিলো?
২) কোকিলের লাইগ্যা নিজের বাসায় ডিম পাড়নের ব্যবস্হা করলে কি অসুবিধা আছিলো? অন্যের বাসায় ডিম পাড়লেও খামাকা বাচ্চাগুলারে জন্ম নেয়ার পর মারণের কি দরকার? অন্য আর দশটা পাখির সিস্টেম করণ যাইত না। কুকু ডাক অন্য পাখির বাসায় ডিম থিকা ফুইটা সোজা পানিতে নাইমা হাটা (সাঁতার) দেয়। মারামারির মধ্যে নাই। কোকিলের এই সিস্টেম হইলো না ক্যান?
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
যে মূল টপিকটা লিখেছে সে একজন ঘোর নাস্তিক! কুরআনের আয়াত ব্যবহার করেছে টিটকিরি মেরে। এই বিষয়টা কি কারও নজরে পরে নাই?
হতে পারে প্রাকৃতিক এই ঘটনাগুলো সত্যি। তাকে এমনভাবে প্রকাশ করা হল যেন মানুষ বিভ্রান্ত হয়ে যায়। যেটা শয়তান করে থাকে মানুষের সাথে।
@ ফায়ারফক্স, আল্লাহ কিছু মানুষকে কুরআন দ্বারা বিভ্রান্ত করে, কিছু মানুষকে হেদায়েৎ করে। আমরা আমাদের ক্ষুদ্রতা, অক্ষমতা ভুলে যাই। মানুষের বাচ্চার জন্ম প্রক্রিয়াও জটিল। আমরা আমাদের অতি ক্ষুদ্র জ্ঞান দিয়ে আর খুব সহজ সাধারন লজিক দিয়ে সব ব্যাখা করে ফেলতে চাই।
আল্লাহ আমাদের জন্য ভালো ও খারাপ উভয় নিদর্শনই স্থাপন করেছেন, তারপর তার জ্ঞান দিয়েছেন আমাদের মধ্যে যেন আমরা ভালো ও মন্দের মধ্য পার্থক্য করতে পারি। আমাদের মধ্যে জ্ঞান দিয়েছেন যেন আমরা পতিত না হই...। ছিটগ্রস্থ অহংকারী মানুষের চটকদার বিভ্রান্তিমূলক জ্ঞান দিয়ে মাথা পূর্ন করার আগে সৃষ্টিকর্তার পৌছে দেওয়া জ্ঞান অর্জন করা জরুরী। যদি নিজের ক্ষুদ্রত্ব বুঝতে পারি, যদি সৃষ্টিকর্তার বড়ত্ব অনুভব করতে পারি, অনায়াসে আরও অনেক কিছুর ব্যাখা আমরা পেয়ে যাব।
এই পোস্টটির উপস্থাপন ভঙ্গি নিয়ে আমার আপত্তি আছে, ইনফরমেশনগুলো নিয়ে নয়। তা বিবর্তন তত্ত্ব দিয়ে অত্যন্ত পরিস্কারভাবে এগুলা কিভাবে ব্যাখ্যা করা যায়?
আল্লাহ আমাদের হেদায়েত করুন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ!
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
৬ ২৭-০৩-২০১২ ০০:২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন @m0N (২৭-০৩-২০১২ ০১:২১)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
৭ ২৭-০৩-২০১২ ০৮:৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৭-০৩-২০১২ ০৮:৩৯)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
৮ ২৭-০৩-২০১২ ১১:২১ সর্বশেষ সম্পাদনা করেছেন হৃদয় (২৭-০৩-২০১২ ১২:০২)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
@ফায়ারফক্স
invarbrass ভাই উত্তর দিয়েছেন। আসলে মারামারি কাটাকাটি করানোর দরকারটা হয় অত্যধিক প্রজনন হার (Prodigality of reproduction) এর কারণে। প্রত্যেকটা জীব গুণোত্তর প্রগতিতে বংশবৃদ্ধি করে। একটি স্ত্রী স্যামন (Salmon) মাছ এক প্রজনন ঋতুতে প্রায় 28,000,000 টি ডিম পাড়ে, একজোড়া মাছি থেকে বংশপরম্পরায় প্রজননের মাধ্যমে মাত্র পাঁচ মাসের মধ্যে 191,000,000,000,000 টি মাছি সৃষ্টি হতে পারে। একজোড়া হাতি থেকে 750 বছরের মধ্যে 19,000,000 টি হাতি উৎপন্ন হতে পারে (প্রতিটি অপত্য পূর্ণ জীবনকাল বাঁচলে এবং সমহারে অপত্য সৃষ্টি করলে), সুতরাং জীবজগতের মারাত্মক ফ্লাডিং ( ) এড়ানোর জন্য তৈরি হচ্ছে কিছু সীমাবদ্ধতা, সেটা খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা হতে পারে, অথবা জীবনধারণের অন্য যে কোন সীমাবদ্ধতা হতে পারে। মোট কথা একটি নির্দিষ্ট সংখ্যক জীবের বেশী জীবকে পরিবেশ অ্যাকোমোডেট করতে নারাজ। তাই এতো মারামারি কাটাকাটি (Struggle for existence), ডারউইনিজমের প্রথম দিকের আলোচনা এগুলো।
৯ ২৭-০৩-২০১২ ১২:০৩ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৭-০৩-২০১২ ১২:০৪)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
১০ ২৭-০৩-২০১২ ১২:৩৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (২৭-০৩-২০১২ ১২:৩৭)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
আচ্ছা ডারউইন এর বিবর্তনবাদ তথ্য কি প্রমাণিত? কিছু বিজ্ঞানী একে বাতিল করেছেন বলে শুনা যায়।
এ বিষয়ে আমার সঠিক জানা নেই। invarbrass ভাই এ বিষয়ে আপনি কি কিছু বলতে পাবেন?
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।
১৩ ২৭-০৩-২০১২ ১৪:০২ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৭-০৩-২০১২ ১৪:১৬)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
এই টপিকের মজা হচ্ছে, প্রতিবার বিভিন্ন প্রশ্ন করার জন্য টাইপ করতে যাই, তারপর দেখি ইনভারব্রাস ভাই জবাব দিয়ে দিয়েছেন
১৫ ২৭-০৩-২০১২ ১৪:৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৭-০৩-২০১২ ১৪:৫১)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
@invarbrass ভাই ধন্যবাদ।
আর একটা প্রশ্ন: ভাইয়া আমি যতদুর জানি আপনি একজন ডাক্তার। আপনার কাছে প্রশ্ন এ বিষয়েই।
আমেরিকার মেডিকেল বিশ্ববিদ্যালয় গুলিতে আজকাল প্রর্থনা বিষয়ে সিরিয়াসলি পাঠদান করানো হচ্ছে। কারণ হিসাবে তার নাকি বলছে- প্রর্থনা করলে রুগীরা দ্রুত সুস্থ হন। আমি বেশ কিছু প্রবন্ধর রেফারেন্স পড়েছি- যেখানে দাবি করা হয়েছে প্রর্থনা করা হয় যে সব রুগীর জন্য তাদের নিরাময়ের হার নাকি সাধারণদের চেয়ে অনেক বেশি। এমন কি তারা বলছে- প্রর্থনার কথা রুগী না জানলেও ফলাফল একই। তাদের দাবি মতে ১০০০ মাইল দুরের রুগীর জন্য প্রার্থনা করেও একই ফল পাওয়া গেছে।
আমরা এরকম একটা কথা জনতে পারি ইদানিং কালের হূমায়ুন আহমেদের একটা লেখা পড়ে। যেখানে কবি শহীদ কাদির নিজেকে নাস্তিক দাবি করলেও হূমায়ুন এর জন্য প্রার্থনা করবেন বলে জানিয়েছেন। কারণ এর নিরাময় এর ক্ষমতার জন্য।
ভাইয়া এ বিষয়ে একটু আপনার মতামত চাচ্ছি। আমেরিকার মেডিকেল সায়েন্স তো এখন সবচেয়ে এগিয়ে। তারা হঠাৎ করে এমন উল্টা পথে হাটা শুরু করলো কেন?
আর একটা কথা, প্রশ্ন করেছি শুধু মাত্র এ বিষয়ে আপনার মতামত জানার জন্য। আপনার পোষ্ট গুলি অনেক চিন্তার সুযোগ করে দেয়। আমি সব সময় মুক্ত বিশ্বসের অধীকারী। আমি মুক্ত মন নিয়েই আমি সব কিছু জানতে চাই।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
১৭ ২৭-০৩-২০১২ ২০:০৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২৭-০৩-২০১২ ২০:১৪)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
১৮ ২৩-০১-২০১৩ ১৪:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২৩-০১-২০১৩ ১৪:৪০)
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
Re: পরিকল্পিত ডিজাইনঃ God Must Be Crazy - হোরাস
ENJOY AS U LIKE IT