টপিকঃ বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ কখন কোথায় ????
বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ কখন , কোন চ্যানেলে দেখাবে???
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ কখন কোথায় ????
বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ কখন , কোন চ্যানেলে দেখাবে???
প্রথম আন্তর্জাতিক ম্যাচ তো খেলা হয়ে গেছে...বাংলাদেশ নিউজিল্যান্ডকে গো-হারা হারিয়েছে
দ্বিতীয় ম্যাচ ২৬ তারিখ(বুধবার)... তবে কোন চ্যানেলে দেখাবে জানি না।
আচ্ছা, আপনারা কেউ কি জানেন কোথায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের ২০-২০ ম্যাচের হাইলাইটস দেখা যাবে অনলাইনে? আমি লাইভ দেখতে পারিনি, কারণ আমার বাসস্থানে তখন রাত ৩/৪টা বাজে। কিন্তু যখন জানলাম বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করেছে, তখন দেখার ইচ্ছা ভীষণ বেড়ে যায়। কিন্তু অনলাইনে কোন হাইলাইটসের সন্ধান পেলাম না এখনো। কারো জানা থাকলে জানাবেন।
ধন্যবাদ।
প্রথম আন্তর্জাতিক ম্যাচ তো খেলা হয়ে গেছে...বাংলাদেশ নিউজিল্যান্ডকে গো-হারা হারিয়েছে
![]()
দ্বিতীয় ম্যাচ ২৬ তারিখ(বুধবার)... তবে কোন চ্যানেলে দেখাবে জানি না।
বিটিভিতে দেখাবেনা???? শুনলাম সাবটিভি তে দেখাবে (ইত্তেফাকে)
খৈলা কখন দেখাবে বলতে পারেন??
দেখি http://www.banglatorrents.com/ এর পোলাপান আপলোড করে নাকি পুরো ম্যাচ । যদি ম্যাচ জিতে তাইলে ডাউনলোড করমু
আচ্ছা টুআন্টি টুয়ান্টি ম্যাচ যেটা জিতলো সেটা কি প্রস্তুতি ম্যাচ ছিল নাকি অফিশিয়াল??
আমার কাছে বাংলা টরেন্ট আসে এই রকম-
আমিতোদেখতে পাচ্ছি আবার গিয়ে দেখুন
দেখি http://www.banglatorrents.com/ এর পোলাপান আপলোড করে নাকি পুরো ম্যাচ । যদি ম্যাচ জিতে তাইলে ডাউনলোড করমু
আচ্ছা টুআন্টি টুয়ান্টি ম্যাচ যেটা জিতলো সেটা কি প্রস্তুতি ম্যাচ ছিল নাকি অফিশিয়াল??
না মূল টিমের সাথে না মনেহয়... ক্রিকইনফো তে দেখলাম নিউজিল্যান্ড ক্রিকেট একাদশের বিপক্ষে ছিল ম্যাচটা
এর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছিল...
সম্পূর্ণ সিরিজের ফিক্সচার দেখুন এখানে...
ডার্কলর্ড লিখেছেন:দেখি http://www.banglatorrents.com/ এর পোলাপান আপলোড করে নাকি পুরো ম্যাচ । যদি ম্যাচ জিতে তাইলে ডাউনলোড করমু
আচ্ছা টুআন্টি টুয়ান্টি ম্যাচ যেটা জিতলো সেটা কি প্রস্তুতি ম্যাচ ছিল নাকি অফিশিয়াল??
না মূল টিমের সাথে না মনেহয়... ক্রিকইনফো তে দেখলাম নিউজিল্যান্ড ক্রিকেট একাদশের বিপক্ষে ছিল ম্যাচটা
এর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছিল...
সম্পূর্ণ সিরিজের ফিক্সচার দেখুন এখানে...
আমি তো যতদূর জানি এই ম্যাচে ফ্লেমিং, ফুলটন, টেইলর, স্টাইরিস-এর মত প্লেয়ার খেলল, তাই বলতেই হবে, ম্যাচটাতে টাইগাররা দারুণ খেলেছে, যদিও সেটা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট একাদশের বিরুদ্ধে।
আচ্ছা বাংলাদেশী টাইমে কখন দেখাইবো কেলা??
সাবটিভি এতদিন আছিলোনা আজকে দিছে এখন খেরা বিডিটাইমে কখন দেখাইবো কেউ বলতে পারেন?
আচ্ছা বাংলাদেশী টাইমে কখন দেখাইবো কেলা??
সাবটিভি এতদিন আছিলোনা আজকে দিছে এখন খেরা বিডিটাইমে কখন দেখাইবো কেউ বলতে পারেন?
সাবটিভিতেই হবে। বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৫.০০ টায় হবার কথা।
আমার ঘুম গেলো...~X(~X(~X(
ডার্কলর্ড লিখেছেন:আচ্ছা বাংলাদেশী টাইমে কখন দেখাইবো কেলা??
সাবটিভি এতদিন আছিলোনা আজকে দিছে এখন খেরা বিডিটাইমে কখন দেখাইবো কেউ বলতে পারেন?
সাবটিভিতেই হবে। বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ৫.০০ টায় হবার কথা।
আমার ঘুম গেলো...~X(~X(~X(
আমার অসুবিধা নাই রাইত জাগার অভ্যাস আছে
রাত জাগতে হবে ক্যান??... ভোর পাচটায় এলার্ম দিয়ে রাখবেন
বিটিভির কাছে খেলাটা পরের ব্যাপার প্রথমআলো
বিটিভিকে শিশুসাহিত্যে লেখার অযোগ্য জঘন্যতম , অশ্রবনযোগ্য কিছু খারাপ গালি (@$#^*@<~$$#)
বাংলাদেশ খুবই সুন্দর খেলা দেখাচ্ছে=))
টুয়েন্টি টুয়েন্টি পারফরমেন্স দেখে ভাবছিলাম এইবার সিরিজ জিতবে কিন্তু সিরিজ তো দূরের কথা একটা ম্যাচও জিতলো না
আমিতোদেখতে পাচ্ছি আবার গিয়ে দেখুন
আমারটা আসছে কিন্তু আমার ratio কম।
বাংলাদেশ জঘন্যভাবে হেরেছে:-@:-@:-@
বাংলাদেশ জঘন্যভাবে হেরেছে:-@:-@:-@
শুধূ জঘন্যভাবে নয়। বাংলাদেশকে হারাতে মাত্র ৬ ওভারই যথেষ্ট বলে মনে হয়। :-@
আমি যখন খেলা দেখব বলে শুরু করেছি, ততক্ষণে খেলা শেষ। কী খেলা দেখাইল তাইলে, বুঝুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ কখন কোথায় ????
০.০৮৭৪২৪৯৯৩৫১৫০১৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৫০৭৫৭৬৮৪৮৯২ টি কোয়েরী চলেছে