টপিকঃ ল্যাপিতে মিন্ট ১১ দিলাম তাই বন্টু মিন্টুদের হেল্প চাই...... কে আছেন?
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? দোয়া ও প্রত্যাশা ভাল থাকেন। আমি আজই আমার ল্যাপিতে মিন্ট ১১ ইনষ্টল দিলাম। মিন্টে আমি একেবারেই নতুন। তবে আগে উবুন্টু চালানোর অভিজ্ঞতা আছে সামান্য কিছু দিন।
সাথে থাকছে জানলা ৭। মানে টু ইন ওয়ান । যাইহোক, জানালাতে আমি সাধারন যে কাজগুলো করি।
১. গেম খেলা (ক্রিকেট, ফুটবল, জেটফাইটার, মটর রেসিং এজাতীয়)
২. চ্যাটিং করি (ভিডিও= ইয়াহু, স্কাইপি, ভয়েজ= নিম্বাজ, জি-টক)
৩. প্রক্সি সার্ভিস লাগে অনেক সময় ( হট সেড )
৪. ভিডিও ফাইল কনভার্ট করা লাগে ( ফরম্যাট ফ্যাক্টরি= mp3, 3gp, mp4. avi )
৫. ফাইল ডাউনলোড করি ( আই ডি এম)
উপরের কাজগুলো লিনাক্স থেকে সাকসেস ভাবে করা গেলে জানালা ছাড়তে কোন আপত্তি নাই। যদিও আমার জানালা অরিজিনাল। আর তা নাহলে বার বার ফিরে জেতে হবে জানালাতে। তাই উপরের কাজগুলো লিনাক্সের কোন কোন সফট দিয়ে করা যাবে জানতে চাচ্ছি। সাথে সচিত্র ছবি সহ বাংলা টিউটোরিয়ালের লিংক।(যেহেতু আমি নতুন)
স্কাইপিতে ভিডিও চ্যাট খুব জরুরি (ফ্যামিলির সাথে যোগাযোগ রাখার জন্য)
প্রক্সি ও ভিডিও কনভার্টাও জরুরি।
আর শুনেছি, ওয়াইন দিয়ে জানালার সফট চালানো ও গেম খেলা যায়। ওয়াইন ইনষ্টল করবো কিভাবে এবং জানালার গেম খেলব কিভাবে জানাবেন।
বিঃ দ্রঃ আমি নেট ঘাটু ঘাটু করে লিনাক্সে অভ্র সেটাপ দিতে পেরেছি আর সিডি/ডিভিডি রাইট করার জন্য k3b ইনষ্টল করেছি।
আশা করছি আপনাদের থেকে অনেক অনেক হেল্প পাবো।
( কিছু মানুষের থেকে অনেক কিছু আশা করি )