টপিকঃ এ যেন এক অন্য ক্রিকেট
টাইগার এ যেন এক বিধ্বংসী দলের নাম। যারা মাত্র ইতিহাসের পাতায় নাম লেখাতে শুরু করলো।বাংলাদেশের ক্রিকেটে শুরু হলো এক নতুন ধারা ।বিশ্বকাপ নেওয়ার স্বপ্ন এখন আর উপহাস মনে হওয়ার কোন কারন নেই।একদিন সেই স্বপ্নও পূরন হবে তা আমাদের ক্রিকেট খেলার ধারাবাহিকতাই প্রমান করে।বাংলাদেশ ক্রিকেট দলকে প্রানঢালা অভিনন্দন।