টপিকঃ থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

সবাই অন্তত ভালো খেলছে, ২ রানের জন্য হারছি এটা তেমন কিছুনা. শেষে মুসফিক  একটা কথায় আমার ভালো লাগছে, সে সবার উদ্দেশে বলছে, এটা বাংলাদেশে জন্য সুরু, আমরা আরো অনেক ভালো কিছু দেখব, ভবিস্যতে. তাকে অনেক ধন্যবাদ সুধু এই কথার জন্য.

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

শিরোনাম পরিবর্তন করে দিতে পারেন- "এশিয়া কাপ ২০১২ এর রানার্স-আপ বাংলাদেশকে অভিনন্দন"।

নিকট অতীতের দু' দু'টো বিশ্ব চ্যাম্পিয়নকে হতাশায় ডুবিয়েছি আমরা এ টুর্ণামেন্টে।

নেক্সট টাইম ইট উইল বি আওয়ার কাপ, ইনশাআল্লাহ্‌। পাকিস্তানের খবর হয়ে গেছে ম্যাচ জিততে। তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি।

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

জেলাল ভাই জটিল কথা  বলছেন, অমিত বললামই পরের এশিয়ান কাপ আমাদের, আমার সবচেয়ে একটা কথায় ভালো লাগছে, মুস্ফিকের শেষের বাংলা কথাটা. অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে, আর অবস্যই পাকিস্তানের ঘাম বের হয়ে গেছে ২ রানের জন্য জিততে.

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

শিরোপা জিতল পাকিস্হান হৃদয় জিতল বাংলাদেশ  thumbs_up

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

লড়াই করে হেরেছি এটাই বা কম কিসে । অনেক ভাল হয়েছে ! শুধু ২ রানের  আক্ষেপ ! সবে শুরু হইল । আগামীতে ট্রফি জিতব ইনশাআল্লাহ ! ধন্যবাদ বাংলাদেশ দলকে ।   clap clap

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

একদিম ঠিক, অসাধারণ খেলা হয়েছে। কোয়ালিটি ম্যাচ হল। দুটো অর্জন বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেল, সেই সাথে আন্তর্জাতিক পরিচিতিটাও বাড়লো।

অট: শিরোনামটা বদলে দিননা smile

মিনহাজুল হক শাওন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

শুধু ভালো বললে কম বলা হবে।এটা তো শুরু মুসফিক ঠিক বলেছে। সামনে এশিয়া কাপ আমাদেরই।

নাই

১০

Re: থাক কিছুই করার নাই, আমরা অন্তত অনেক ভালো খেলছি .

আসলেই ভাই, জটিল হইছে. smile smile smile smile