টপিকঃ উবুন্টুতে আটক
আমার ল্যাপটপ ফুজিৎসু LH531 . ল্যাপটপে সম্প্রতি উবুন্টু ১১.১০ ইনস্টল করেছি. আমি মডেম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করি. উবুন্টুতে আমার সমস্যা হচ্ছে, আমি যত বার ল্যাপটপ অন করি, মডেমটাকে ততবার ইউ.এস.বি পোর্ট থেকে খুলে আবার লাগাতে হয়. নাহলে মডেমটা পায় না. আগে আমি যখন মিন্ট ব্যবহার করতাম তখন এ সমস্যা হতো না.
আর উবুন্টুতে কি পাওয়ার বেশি খরচ হয় নাকি ?? মিন্টে আমার ল্যাপটপ ৩/৩.৫ ঘন্টা ব্যাকআপ দিত. কিন্তু উবুন্টুতে সর্বোচ্চ ২ ঘন্টা. এর কারণ কি??আমি brightness + contrast কমিয়ে দিলেও কোন লাভ হয় না. এই ২ সমস্যার সমাধান কি ?