টপিকঃ আমরা স্তব্ধ, শোকাহত!
হে রত্নগর্ভা মা, তোমায় সালাম!
আমাদের সকলেরই খুব প্রিয় এক ভাই মেহেদী হাসান (মেহেদী৮৩)। হঠাৎ-ই প্রজন্ম বন্ধু tamim_lio-র কাছে খবর পেলাম মেহেদীর সবচেয়ে ভালোবাসার মানুষ, তার মা আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।)। খবরটা যেন বিশ্বাস হচ্ছিল না আমাদের। বিনা মেঘে বজ্রপাতের মতো আকস্মিক এই সংবাদে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমরা সবাই।
মেহেদীর খোলা ডাইরীর পাতায় তার মা-কে নিয়ে লেখা দুই একটা কথা থেকেই আমরা মায়ের প্রতি মেহেদীর অব্যক্ত ভালবাসার ছোঁয়া পাই। যেই ছেলে সবার খোঁজ খবর রাখে, সবার বাবা-মায়ের খোঁজ খবর রাখে, যে ছেলে এতো পরোপকারী, এতো কর্মউদ্যমী, এতো সহানুভূতিশীল তার মা যে কত অসাধারণ, তা আর বলে দিতে হয় না কাউকে। ফল দেখেই সেই স্নেহময়ী বৃক্ষসম রত্নগর্ভার সম্পর্কে আমরা জানতে পারি। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও দুয়া। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।