টপিকঃ লিনাক্স মিন্ট
আর ভালো লাগে না। জানালা ছাড়া কিছু চালাতে পারি না। নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে।
আজ থেকে শুরু করলাম। এর আগে একবার ইচ্ছা করেছিলো, তবে সেবার লিনাক্স কমিউনিটি তে রেজি: আর নুর ভাই এর সাথে কিছু চ্যাটিং এর বেশি কিছু করতে পারিনি। এবার একে বেরে কাজে লেগে গেলাম।
লিনাক্স মিন্ট এর অফিসিয়াল ব্যবহারকারী নির্দেশিকা (লিনাক্স মিন্ট বাংলাদেশ এর অনুবাদকৃত) ডাউনলোড করেছি। এবার এখান থেকে লিসা ৬৪ বিট টরেন্ট ডাউনলোড করতে দিয়েছি।
টপিক খুললাম, যেন যে কোন প্রয়জনে সাহায্য পাই। তবে অবশ্যই চেষ্টা করবো বিরক্তের কারণ না হতে। আশা করি অভিজ্ঞদের সাহয্য পাব।
কোন পরামর্শ?
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"