টপিকঃ পরীক্ষার ঝামেলা
দেখতে দেখতে ২৫ বছরে পদার্পন করলাম । জীবনে এখনও অনেক কিছুই অপূরণীয় রয়ে গেছে । তবু শিক্ষা জীবন যেন শেষ হতেই চাইছে না । যৌবনের উপযুক্ত সময়টা কিভাবে যেন পার হয়ে যাচ্ছে ।জীবন যন্ত্রনায় মন যেন বারবার অচেনা সেই মানুষটাকে ছুয়ে দেখতে চাইছে । কিন্তু জীবনের ক্লেদাক্ত পরীক্ষা তাকে যেন দূর দূরান্তে স্থাপন করছে ।এই তো মানব পরীক্ষা ....