১৮১

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

কিছু লিখার মত ভাষা খুজে পাচ্ছি না । cry এরকম একটা ক্লোজ হার একদম মেনে নিতে কষ্ট হচ্ছে, তবুও মেনে নিতে হবে। টাইগারদের সামগ্রিক পারফরমেন্সে আমি সন্তুষ্ট । এই টুর্ণামেন্টা টাইগাররা দারুন খেলেছে ।

১৮২

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

মাহমুদুল্লাহ একটা সুন্দর বনের গাধা, জীবনে কোনদিন বাউন্ডারি মারছে কিনা সন্দেহ। আমি জীবনে ওরে কোনদিন ভাল খেলতে দেখি নাই।

১৮৩ সর্বশেষ সম্পাদনা করেছেন Shahanur79 (২২-০৩-২০১২ ২২:৪০)

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

ম্যান অফ দ্যা টুর্নামেন্ট গোজ টু-
সাকিব আল হাসান (দ্যা রিয়েল টাইগার)
২৩০ রান এবং ৬ উইকেট ।
সাকিবের জন্য শুভ কামনা  clap  clap

এবং ম্যান অফ দ্যা ম্যাচ গোজ টু -
শহিদ আফ্রিদি
ব্যাটিং স্কোরঃ
রান -মিনিট -বল- ফোর -ছিক্স
32     32       22      4     1    
বোলিং স্কোরঃ
অভার - মেডেন  -রান -    উইকেট - ইকোনোমি
10        1       28           1     2.80

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৮৪

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

১৮৫

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৮৬

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

এশিয়া কাপ ২০১২ এর রানার্স-আপ বাংলাদেশকে অভিনন্দন।

হার্টের ব্যায়াম বলে যদি কিছু থেকে থাকে তবে সেটা আজকেই হয়েছে সর্বোচ্চ। রক্তের এত সঞ্চালন আর কখনোই হয়নি মনে হয়।

১৮৭

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

১৮৮

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

শেষ পর্যন্ত শাহাদাত স্টুপিডটাই ডুবালো.
তার সাথে মুশফিকের প্রিয় বোলার শাহাদাত.
আজ কথা হচ্ছে নাজমুল ইনজুরড.
কিন্তু গত ম্যাচে কি হয়েছিল?
বোলার কিছু নাই.

নিজের দল হিসেবে মনে করি বাংলাদেশকে.
তাই মানতে পারছিনা.

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৮৯

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

বাংলাদেশকে হারতে অনেক বার ই দেখেছি কিন্তু কখন ও এত কষ্ট পাই নাই । চোখের পানি বাধা মানছিলো না কিন্তু সমনে আব্বু আম্মু থাকায় অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি , আর মনকে সান্তনা দিয়েছি এইবলে যে এই রকম খেললে অমরা খুব কম সময়ে শুধু এশিয়ার সেরার মুকুট ই পরবো না সারা বিশ্ব জয়ের মুকুট পরবো ।

হলুদ হিমুকে খুব ভালবাসি।

১৯০

Re: এশিয়া কাপ ২০১২ সংক্রান্ত সকল আলাপ-আলোচনা

এমন সুযোগ সহজে আসবেনা.
শাহাদাত শেষ ওভারে ১৯ রান দিয়ে খেলার মোমেন্টামটাই বদলে দিয়েছে.

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত