টপিকঃ আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

মসজিদে অনেকেই মনের ভূলে মোবাইল ফোনটি বন্ধ করতে ভূলে যাই । যার ফলস্রুতিতে নামাজ শুরু হলে অনেকের মোবাইলে বিরক্তিকর রিংটোন বেজে ওঠে । এটা একদিকে যেমন  বিরক্তিকর তেমনি নামাজ ভঙ্গেরও কারন । আবার একটি হাদীসে পড়েছিলাম "শেষ জামানায় মসজিদ গুলো হবে গানবাজনার আড্ডাখানা" । আমি এই বিষয়টি মাথায় নিয়ে একটু গবেষনা করছি যাতে মোবাইল চালু থাকলেও মসজিদের নির্দিষ্ট যায়গার মধ্যে মোবাইলের নেটওয়ার্ক না থাকে । অর্থাত্ আমার প্রজেক্টটি একটি নির্দিষ্ট লোকেশনে নেটওয়ার্ক সিগন্যালকে আটকে দেয়া । আল্লাহ আমাকে যেন দ্রুত এ প্রজেক্টটির সফলতার মুখ দেখান আমীন । ভাল লাগলে জানাবেন আর প্রানভরে দোয়া করবেন যেন সফল হই ।

সুখের পায়রা

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

দোয়া মেশিন চালু করা হল।  hehe

আলহামদুলিল্লাহ!

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত