টপিকঃ আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

মসজিদে অনেকেই মনের ভূলে মোবাইল ফোনটি বন্ধ করতে ভূলে যাই । যার ফলস্রুতিতে নামাজ শুরু হলে অনেকের মোবাইলে বিরক্তিকর রিংটোন বেজে ওঠে । এটা একদিকে যেমন  বিরক্তিকর তেমনি নামাজ ভঙ্গেরও কারন । আবার একটি হাদীসে পড়েছিলাম "শেষ জামানায় মসজিদ গুলো হবে গানবাজনার আড্ডাখানা" । আমি এই বিষয়টি মাথায় নিয়ে একটু গবেষনা করছি যাতে মোবাইল চালু থাকলেও মসজিদের নির্দিষ্ট যায়গার মধ্যে মোবাইলের নেটওয়ার্ক না থাকে । অর্থাত্ আমার প্রজেক্টটি একটি নির্দিষ্ট লোকেশনে নেটওয়ার্ক সিগন্যালকে আটকে দেয়া । আল্লাহ আমাকে যেন দ্রুত এ প্রজেক্টটির সফলতার মুখ দেখান আমীন । ভাল লাগলে জানাবেন আর প্রানভরে দোয়া করবেন যেন সফল হই ।

সুখের পায়রা

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

আমীন

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

অনুমতি ছাড়া ফ্রিকুয়েন্সি জ্যাম করলে মামলা খেতে পারেন।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

আল্লাহ আপনাকে কবুল করুন ।

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

এটা হলে অনেক ভালো হত।
আমীন

জ্ঞানই শক্তি যখন ইহা ব্যাবহার করা হয়......

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

ধন্যবাদ ভাই, আইনের বিষয়টি জানানোর জন্য

সুখের পায়রা

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

ডেডলক ও ৮৩ ভাইয়ের সাথে একমত।

১০

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন পরান (০৭-০৩-২০১২ ১০:৫৯)

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

আপনার উদ্যোগটি খুবই ভালো। আবার যেহেতু এখানে এখানে মামলা মোকদ্দমার কথা উঠেছে তাই এমন কিছু করা যায় কিনা, যখন একজন লোক মসজিদের আঙ্গিনায় প্রবেশ করবে তখন তার মোবাইলে যদি কেউ কল করে তাহলে মসজিদ থেকে কোন একটা ডিটেক্টর(যেটা আপনি তৈরি করবেন) সেন্ডার এর সিগনালটি রিসিভ করে তাকে ফিডব্যক দিবে ওনি এখন মসজিদে আছেন।
আপনার সমস্যা না থাকলে আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন কোন প্রযুক্তিতে প্রজেক্টটি করতে চাচ্ছেন। যদি সম্ভব হয় আমরাও আপনার সাথে শেয়ার করলাম।

১২

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

কি টপিকের নাম দিয়েছেন যে খুঁজেই পাওয়া যায় না  hairpull

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৩

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

খুবই ভাল কাজে করতেছেন - আপনি যেন সফল হন সেই দোওয়া রইল  thumbs_up

১৪

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

দোয়া থাকল।

১৫

Re: আমি বিনীতভাবে দোয়া চাই সবার কাছে

আপনি যেহেতু এখন গবেষনা করছেন, সাবধানে কাজ করুন। তবে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের আগে মোবাইল কোম্পানীগুলোর অনুমতি নিতে ভুলবেন না।