টপিকঃ সরকার-ই সরকারী নির্দেশ পাত্তা দেয় না, পাবলিকের কী দোষ
আজকে বিডিনিউজ২৪ এ ঢুকে দেখলাম ৩৩তম বিসিএস এর বিজ্ঞপ্তি জারী করেছে সরকারী কর্ম কমিশন।
কৌতুহলবশত: ওদের সাইটে গিয়ে বিজ্ঞপ্তিটা দেখতে চাইলাম। যা পেলাম তার একাংশ দেখতে এমন:
না গার্বেজ দেখে ঘাবড়াইনাই - আফটার অল, নিজে পরিবেশ প্রকৌশলী।
ঘটনা হল, গত বছর কোন এক শুভক্ষণে সরকারী একটা নির্দেশে সরকারী কাজকর্মে ইউনিকোড বাংলা ব্যবহারের জন্য নির্দেশ জারী করা হয়েছে। সরকারীভাবে চমৎকার ইউনিকোড ফন্টও ডেভেলপ করা হয়েছে এজন্য। অথচ এই গার্বেজটি পুরাপুরি ব্যক্তি মালিকানাধীন একটা বিশেষ ফন্টে এবং আসকিতে করা।
এর চেয়ে বেশি কিছু লিখলে সেখানে গালিগালাজ চলে আসতে পারে, তাই এখানেই ইতি।