Re: চশমার বিকল্প: কনট্যাক্ট লেন্স ও ল্যাসিক
আমার চশমার পাওয়ার বামচোখে -13 আর ডান চোখে -12.5। আমার জন্য কন্ট্র্যাক লেন্স বা ল্যাসিক কি উপযোগী হবে?
এত বেশি প্রেসক্রিপশনের জন্য সাধারনত গ্যাস পারমিবল হার্ড লেন্স (জিপি লেন্স) রিকমেন্ড করা হয়। নামে হার্ড হলেও এখনকার জিপি লেন্সগুলোও মোটামুটি আরামদায়ক করে ফেলছে। পরতে পারবেন তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। ডিসপোজেবল সফট লেন্স -৮ / -৮.৫ এর উপরে বেশ দুষ্প্রাপ্য।
এক ল্যাসিক সার্জারীতে কাজ হবে না। মোস্ট প্রবেবলি দুই সিটিং লাগবে। প্রথম ল্যাসিক সার্জারীর তিন চার মাস পরে আবার সার্জারী করতে হবে। তবে এই ক্ষেত্রে কর্নিয়ার থিকনেস অনেক কমে যায়। লেজার দিয়ে চোখের বেশি টিস্যু যদি পুড়িয়ে ফেলে তবে সেটা চোখের জন্য ভালো না। রিস্ক বেড়ে যায় তখন।