টপিকঃ আমার জন্য দোয়া করুন
আমি অনেক দিন (বেশি দিন হয়নি) এই ফোরামের সদস্য। এতদিন আপনাদের সাথে আছি। ভবিষ্যতেও থাকব। এখন আপনারা আমার জন্য একটু দোয়া করেন।
বিষয়টি খোলাসা করে বলি। আমি ২০০৬ সালে এইচ.এস.সি. পাস করার পর আর কোথাও ভর্তি হই নাই। এর পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ধান্দায় ছিলাম। এই ধান্দার এখন প্রায় শেষে পৌঁছে গেছি। আমি উচ্চশিক্ষার জন্য অষ্ট্রেলিয়া যেতে চাই। আর তাইতো গতকাল আমার সমস্ত ডকুমেন্টস অষ্ট্রেলিয়ান অ্যাম্বাসীতে জমা দিয়েছি। যদিও ওদের চাহিদা অনুযায়ী সব সাপোর্ট আমার আছে তবুও আমার ভয় করছে। ওরা যদি ভিসা না দেয়? তাহলে আমার ১ বছর কে ফিরিয়ে দিবে? তাই আপনারা আমার জন্য একটু দোয়া করেন যেন ভিসাটা পেয়ে যাই। যদিও আমার ইচ্ছা আছে বিদেশে গিয়ে পড়াশোনা করে আবার দেশের ছেলে দেশে ফিরে আসব। ভাই ও বোনেরা আমার জন্য একটু দোয়া করবেন।