টপিকঃ মাষ্টারকার্ড চাই
আসসালামু আলাইকুম । ফোরামের সকল ভাইয়্যাদের জানাই একুশের শুভেচ্ছা । যাহোক ,আমার একটি মাষ্টারকার্ড দরকার । এটি কিভাবে আমি পাবো ? কোথায় রেজিষ্ট্রেশন করবো ইত্যাদি কারো জানা থাকলে আমাকে সাহায্য করুন । চিরকৃতজ্ঞ থাকবো ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » মাষ্টারকার্ড চাই
আসসালামু আলাইকুম । ফোরামের সকল ভাইয়্যাদের জানাই একুশের শুভেচ্ছা । যাহোক ,আমার একটি মাষ্টারকার্ড দরকার । এটি কিভাবে আমি পাবো ? কোথায় রেজিষ্ট্রেশন করবো ইত্যাদি কারো জানা থাকলে আমাকে সাহায্য করুন । চিরকৃতজ্ঞ থাকবো ।
আপনি কোন ব্যাংকে লেনদেন করেন?
আসসালামু আলাইকুম । ফোরামের সকল ভাইয়্যাদের জানাই একুশের শুভেচ্ছা । যাহোক ,আমার একটি মাষ্টারকার্ড দরকার । এটি কিভাবে আমি পাবো ? কোথায় রেজিষ্ট্রেশন করবো ইত্যাদি কারো জানা থাকলে আমাকে সাহায্য করুন । চিরকৃতজ্ঞ থাকবো ।
ফ্রিল্যান্সার হলে ওডেস্ক থেকে আনিয়ে নিন যদি ইন্টারন্যাশনাল দরকার হয়, ওডেস্কের পেমেন্ট মেথডে গেলে পেওনার থেকে আনার ডিটেইল ইনফো পাবেন
অথবা অনেক site আছে যারা prepaid mastercard দেয়. গুগলে search মারেন
আসসালামু আলাইকুম । ফোরামের সকল ভাইয়্যাদের জানাই একুশের শুভেচ্ছা । যাহোক ,আমার একটি মাষ্টারকার্ড দরকার । এটি কিভাবে আমি পাবো ? কোথায় রেজিষ্ট্রেশন করবো ইত্যাদি কারো জানা থাকলে আমাকে সাহায্য করুন । চিরকৃতজ্ঞ থাকবো ।
যেকোন ব্যাংক এ যোগাযোগ করুন।
আপনি www.mastercards.co এর কার্ড দিয়ে কেনাকাটা করতে পারবেন অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস, গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর, গো ড্যাডি সহ যেকোনো ওয়েবসাইট থেকে যেখানে মাস্টারকার্ড এ লেনদেন গ্রহণযোগ্য। এমিরেটস, এয়ারএশিয়া, নভোএয়ার থেকে ফ্লাইটের টিকেট কেনা যায়, অনলাইনে যেকোনো আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যায়; যেকোনো বিদেশী কলেজ বা ইউনিভারসিটিতে ভর্তির ফিস জমা দেয়া যায়; জিআরই, জিম্যাট, টোফেল, স্যাট ইত্যাদি পরিক্ষার ফিস; ভিসা ও ইমিগ্রেশন প্রসেসিং এর ফিস জমা দেয়া যায়।
আপনি কি ভারসুয়াল কার্ড চাইতেছেন চাইলে আমি বলবো payoneer দেখতে পারানে না হলে । ব্যংকেএ যোগাযোগ করেন ।
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » মাষ্টারকার্ড চাই
০.০৪৭৪৮২০১৩৭০২৩৯৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.০৩৪৫৪৫১৬৬০৫২ টি কোয়েরী চলেছে