সাইদুল ইসলাম লিখেছেন:আমি মুনাপুর কথা ভাবছি ...... 
কেন ভাই?
আমি ত চূড়ায় ওঠার কথা ভাবতেছিই না। 
আচ্ছা কেউ কি এই পোস্টটা দেখেছে রিসেন্ট? আমি কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি এখন। একটু দেখে আসেন। 
পাঁড় প্রাজন্মিক আর পাঁড় ফোরামিক হয়ত কাছাকাছি, সমার্থক শব্দই হবে। কিন্তু পদবী হিসেবে শুনতে বেশ ভালোই লাগে আমার। এটা নিয়ে কনট্রিবিউটরসের গ্রুপে আলোচনাও হয়েছে। কিন্তু সবশেষে সদস্যদের পছন্দটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সত্যি বলতে কি, সদস্য প্রদত্ত নামগুলোর অধিকাংশই খুবই হাস্যস্পদ ছিল। একটা কাজ নইলে এতোদিন গড়ানোর কথা না। তখন যদি সদস্যদের এতো রেসপন্স পাওয়া যেত, তাহলে খুবই ভালো হতো। 
যখন আর কোন থই পাওয়া যাচ্ছিল না, তখন মক্তবিহঙ্গ হালে পানি পাওয়ার মতো একটা আইডিয়া দিয়েছিল বলা যায়। পরবর্তিতে সেটাই ইম্প্লিমেন্টেড হয়। কোন সিরিয়াস ডিসিশনে না যেয়ে যেহেতু এটা একটা বিনোদন ইস্যু, এটা সদস্যদের দিয়ে শুরু এবং সদস্যদের দিয়ে শেষ করা হয়েছে। পুরোপুরি বোদ্ধাদের ডিসিশন যে সদস্যরা মেনে নিতে পারে না, তা পুরস্কারের সময়ই ত দেখা গেছে।
রণ_এথিক্যাল হ্যাকার লিখেছেন:কলম কবির লিখেছেন:প্রজন্ম-প্রেমী আর প্রজন্মানুরাগী, দুইটার মানে তো একই; এইটা একটু কনফিউশন তৈরি করবে বলে মনে হয়।
একই সাথে গুরু বা আচার্য মানেও এক।এই পদবী গুলা দেয়ার আগে একবার অভিধান দেখার প্রয়োজনও কেউ বোধ করে নি। 
আমার একটু অবাক লাগছে এই বিষয়টাকে এতো গুরুতর একটা ইস্যু বানিয়ে এতো কড়া সমালোচনা আসাতে। যেখানে সেরকম শ্রুতিমধুর আর ভালো অর্থবহ কোন নামই উঠে আসে নি। যেখানে কোন একটা ইস্যুতে সবাই একমতই হতে পারে না। এটা একটা সিলি বিষয়। একটা ফানের বিষয়। অথচ আমরা এতো কড়া ভাষায় এটার সমালোচনা করছি যেন যারা এটার ব্যাপারে এফোর্ট দিল, তাদের পুরো এফোর্টটাই মাটি হয়ে যায়।
সদস্যদের পছন্দ মতো নাম দেওয়া হয়েছে। নামকরণের ব্যাপারে এরচেয়ে বেশি কন্ট্রিবিউটরদের আর কি করার ছিল?
এমন নামকরণ হয়ত করা যেত। যা অনেক বেশি অর্থবহ। উদাহরণ
কে সিনিয়র সেটা সহজে বুঝা যায় এমন সহজ উদাহরণ হল বিভিন্ন অফিসের rank। যেমন: লেকচারার, সিনিয়র লেকচারার, এসিসটেন্ট প্রফেসর, এসোসিয়েট প্রফেসর, প্রফেসর, প্রফেসর এমিরিতাস ইত্যাদি। এর অসুবিধা হল -- পদবীর সংখ্যা সীমিত। তবে নিউমেরিকাল দিয়ে কিলিয়া হাকিয়া ডাকিয়া দেশের শান্তি মিলিবে করলে তা সহজবোধ্য হয় --- কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি।
রেঞ্জ অনুযায়ী এমন হতে পারে:
০ - নবাগত
১০০ - নিয়মিত কিংবা সেন্টিন্মিক
৫০০ - প্রাজন্মিক
১০০০ - প্রজন্মহাজারি
১০,০০০ - প্রজন্মাযুতি
১,০০,০০০ - প্রজন্মলাখ
১০,০০,০০০ - প্রজন্মিলিওনিয়ার
এখন যে কোন দুইটা লেভেলের মাঝে আরও ৩টা করে সাব লেভেল করা যায়: পাঁড়, মহা, গুরু
যেমন:
২৫০০ - পাঁড়প্রজন্মহাজারি
৫০০০ - মহাপ্রজন্মহাজারি
৭৫০০ - গুরুপ্রজন্মহাজারি
২৫০০০ - পাঁড়প্রজন্মাযুতি
৫০০০০ - মহাপ্রজন্মাযুতি
৭৫০০০ - গুরুপ্রজন্মাযুতি
ইত্যাদি।
এমনও হতে পারে ১০০০ ও ১০০০০ এর মধ্যে ৩টা সাব লেভেল দিলাম। কিন্তু অযুত ও লাখের মাঝে ৫টা সাব লেভেল দিলাম। যা-ই করি না কেন একটা সর্বশেষ পয়েন্ট ঠিক করা দরকার। এখনকার লেভেলে প্রজন্মগুরুর পর আরেকটা লেভেল (প্রজন্মবোদ্ধা / প্রজন্মবুড়া / প্রজন্মবৃদ্ধ) দিয়ে শেষ করে দেয়া যায়।
সুতরাং বেটার অপশনও ছিল। কিন্তু বরাবরই সদস্যদের নির্ভেজাল আনন্দ আর স্বতঃস্ফূর্ততাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
পরের ধাপগুলোতে যে বিষয় বা প্যাটার্ণ প্রাধান্য পেয়েছে তা নিম্নরূপ। শেষ স্লাবদুটো বড় হওয়ার ব্যাপারটা এখানে ব্যাখেয়।
১। একটা ধাপ থেকে অন্য ধাপের ব্যবধান, আগের ব্যবধানের চেয়ে বেশি হলে ভাল হয়। ইনফ্যাক্ট সবখানেই এটা ফলো করা হয়। মানে যত পোস্ট বাড়বে ততই পদবী পরিবর্তন হবার হার কমবে। যেমন: ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০। ব্যাপারটা অনেকটা এরকম।
২। ধাপগুলো একটু কমন সংখ্যা হলে ভাল হয়। ব্যাংক নোটের প্যাটার্ণ ফলো করলে আর ভাল হয়।
আমরা চূড়ায় ওঠার প্রতিযোগীতায় না গিয়ে সবসময়ই শীর্ষের প্রতি আকর্ষণ নিয়ে ফোরামিং করে যেতে পারি। শুধু পদবী ছোঁয়ার আশায় উদ্ভট পোস্টানোর বাতিকটা বিশেষ একটা উৎসাহিত করা হয় না সবসময়ই।
আমরা যতটা সমালোচনা করি ততটা কাজ আসলে দেখাতে পারি না। ততটা সাহায্য আসলে করতে পারি না। যখন পুরস্কারের বিষয় আসল, তখনও বিচারকদের আন্তরিকতা ও প্রচেষ্টাকে শ্রদ্ধা না জানিয়ে অনেকাংশে তিরস্কারই করা হল।
এভাবেই যদি সবক্ষেত্রে, এমনকি পদবীর মতো একটা সিলি বিষয়েও নিজের বিপরীত মতামত প্রকাশ করতে স্বাভাবিক সৌজন্যবোধ না দেখাতে পারি তাহলে আর কি বলা যায়? কাউকে নাম ধরে ব্লেম করাটাও ঠিক না। হয়ত ভুলটা সে করেই নি, অন্য কেউ করেছে, আর খেয়াল করা মাত্রই শুধরে নিয়েছে। 
আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)