টপিকঃ বাংলা এন্ট্রির অপশন দেয়া যায় কি ?
মিলিওন পেজ-এ একটা বিজ্ঞাপন দেখে সাইটায় (http://www.farnar.com/) একটা ঢু মারলাম। সেখানে অনুসন্ধানের জন্য দেখি বাংলায় ইনপুট দেয়া যায়... মানে ইংলিশ এন্ট্রী দিলে বাংলা হয়ে যায় !! পাশে কী-বোর্ড লেআউট সিলেক্ট করা যায় (একটা অসুবিধা, সেখানে ইংরেজীতে সার্চ করা যায় না )।মজার ব্যাপার, সোর্সকোড খুলে দেখলাম স্ক্রিপ্টটা gnu/gpl লাইসেন্স করা নিম্নোক্ত ব্যাক্তির নামে:
Author: S M Mahbub Murshed
Copyright: S M Mahbub Murshed
Email: udvranto@yahoo.com
Version: 1.3.4
Date: September 15, 2006, 11:38 GMT-07(AZ)
আমার মনে হয় এটা খুব ভালো একটা ফীচার। প্রজন্মে কি এটা দেয়া যায় ?
আপনাদের কি মনে হয় ?
http://www.amanpages.com/