টপিকঃ বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ তুলেছেন ইউনুস খান
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিয়ে তা আফগানিস্তানকে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে পাকিস্তানী ক্রিকেটার ইউনুস খান। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর পাকিস্তানের জিও টিভিতে ইন্টারভিউতে এই এই কুলান্গারটা বলেছে ।
ঘু সারা জনম ঘু -ই থাকে!! পাকিস্তাণের একঘরে হয়ে যাওয়া খেলোয়াড়রা বিপিএলে খেলার সুযোগ পাচ্ছে। অন্য সব দেশ জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মাটিতে খেলা থেকে বিরত থাকলেও, আমরা নিজের খেলোয়াড়দের জীবন বিপন্ন করে পাকিস্তানের মাঠে খেলতে পাঠাচ্ছি।
অথচ সেই তারাই কিনা আবার প্রশ্ন করতে এসেছে আমাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে। বেইমান জাত। থু থু !