টপিকঃ ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

সর্বশেষ সম্পাদনা করেছেন তাহমিদ আফসার (১০-০২-২০১২ ১২:৫২)

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

আমি আমার দেশকে অনেক ভালবাসি।
আই,পি এল এর মধ্যে ত কোন বাংলাদেশি সংস্কৃতি ছিল না।
তাহলে বাংলাদেশ এর মধ্যে ভারত এর সংস্কৃতি  এতটা প্রাধান্য পাবে কেন।
এটা কি ভারতের অঙ্গ রাজ্য  নাকি?

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

গতকালকের অনুষ্ঠান দেখে মনে হয়েছিল ভারতের কোন খেলার উদ্ভধন হচ্ছে............

আমারত মনে হয় ভাষার মাসে এই রকম একটা দেশিয় খেলার উদ্ভধোনী অনুষ্ঠানে ভারতের গায়ক এবং নায়িকাদের দিয়ে হিন্দি ভাষায় অনুষ্ঠানে নেচে এবং গেয়ে আমাদের ভাষার অপমান করা হয়েছে!!!

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

শেইম... শেইম...
crying  crying
hairpull  hairpull

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

ভাইরে... উদ্বোধনী অনুষ্টান  দেইখা মনে হইতাছিল BPL = Bharat Premier League !!! এদের পচানি দিয়া লাভ নাই আসলে, কারন লিগটা স্পন্সরড বাই ডেস্টিনি !! যারা পঁচানি খাওয়ার উপর আগেই উচ্চতর ডিগ্রি লইছে ! কাজেই অফ গেলাম :p

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১০

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১১

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

ভারত আমাদের এত ক্ষতি করতেছে আর আউল ভাই ভারতের জয়গান গাচ্ছেন।
কুভি বিস্মিত হলাম। সব কিছুর একটা সীমা থাকার দরকার আছে। হিন্দি গান দিয়ে শুরু হয়েছে বি,পি, এল  বাংলাদেশ এ কি গানের অভাব ছিল? এটা শুধু বাংলা গানকেই নয়, বাংলা ভাষা কে ও অপমান করা হয়েছে।

১২

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১৩

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১৪

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন arnob216 (১০-০২-২০১২ ২০:৩৬)

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন তাহমিদ আফসার (১০-০২-২০১২ ২১:৪০)

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

আমি একদম প্রথম কমেন্ট যেটা করেছি । সেটার সাথে একজন ফোরামের সিনিয়র সদস্য একমত হল কিভাবে? আমার কথা যদি ভুল হয় । মাথায় ঢুকছে না । তিনি তো একজন বুদ্ধি সম্পন্ন মানুষ ।

১৭

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১৮

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

১৯

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?

তাহমীদ বা ওদের জেনারেশনের কাছে অশ্লীলতার সংজ্ঞা বদলে গেছে। আমাদের কাছে যা অশ্লীল, কুরুচিপূর্ণ তা ওদের কাছে না। আমি তাহমীদকে কোন দোষ দেই না। একটু ব্যাখ্যায় যাই -
আমার বাবা, চাচারা যখন সিনেমা দেখতে যেতেন তখন দাদা তুলতেন অশ্লীলতার প্রশ্ন (যা বাবা-চাচার চোখে অশ্লীল নয়)। আমি যখন কম্পিউটারে মুভি দেখি তখন তা বাবার চোখে অশ্লীল (আমার চোখে নয়)। আবার তাহমীদ বা আমার ছোট ভাই যে মিউজিক ভিডিওগুলো দেখছে তা আমার চোখে অশ্লীল (তাহমীদ বা রাতুলের চোখে নয়)। ডারউইনের বিবর্তনবাদ মেনে চলচ্চিত্রে পোশাকের পরিবর্তন ঘটছে।
আর একটা বিষয় হলো, টিভিতে ছাঁইয়্যা ছাঁইয়্যা দেখতে ভালো লাগতো। কারণ তা টিভিতে দেখাচ্ছে। কারণ তা বাংলাদেশের কেউ নয়। কারণ তারা কেউ আমার চেনা-পরিচিত নয়। কিন্তু সেই একই ছাঁইয়্যা ছাঁইয়্যা দেখতে খুব অশ্লীল লেগেছিল যখন কলোনীর পাশের বিল্ডিং এর একটি চেনা মেয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেছিল।
আমি বিপিএল-এর অনুষ্ঠানটি দেখিনি। সবার কাছে অনুষ্ঠানটি অশ্লীল লেগেছিল হয়তো তাতে দেশীয় মেয়েরা পারফর্ম করেছিল। আমি জানি না।
এ ক্ষেত্রে আমি একটাই কাজ করি। টিভি দেখা ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি, ভারতীয় সংস্কৃতির প্রভাব আমাদের উপর বেশি পড়তে পারে পশ্চিমা সংস্কৃতির তুলনায়। কারণ ভারতীয়দের সাথে আমাদের মিল অনেক ক্ষেত্রে। তাই ওদের করা অনেক কিছুই আমাদের স্বাভাবিক লাগে এবং আমরা তা অনুসরণ ও অনুকরণ করে থাকি। আমরা কিন্তু হলিউড অনুসরণ করবো না কারণ ঐসব কাজ সাদা চামড়াদেরই মানায়। আমরা বরং ভারতকে অনুসরণ করবো তা ভালো-খারাপ যাই হোক না কেন। কি বলেন?

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: ভাষার মাসে হিন্দি গানের উৎসব ?