সব কিছু আসলে নিজের মানসিকতার উপরে নির্ভর করে ...
যখন আমি প্রথম গ্রামে গিয়েছিলাম ... আমার পোষাক দেখে তারা খিক খিক করে হাসতেছিল ...
আর ৭ বছর পর ওরা যখন শহরে আসলো ... তখন ওদের দেখে শহরের লোকজন খিক খিক করে হাসছিলো ...
আসলে আমার চোখে যেটা অশ্লীল সেটা হয়তোবা নতুন জেনেরেশনের কাছে অশ্লীল নয় । এটাকে ঠিক গানের সাথে ধরা যেতে পারে ... আমি যখন আইউব বাচ্চুর গান শুনতাম ... আমার আব্বু আমাকে বলতো কি গান শুনিস তোরা ( উনার ভাষায় যারা রবীণদ্র সঙ্গীত শুনে না ...যারা হারমোনিওম বাজাতে পারে না ...তারা আসলে গান কি সেটাই জানে না) ... আগা মাথা কিছুই নাই ... আর এখন যদি আব্বুকে র্যাপ - হিফহপ গান শুনায় দেই ... তাহলে তো মনে হয় লঙ্কা কান্ড বেধেই যেতে পারে ( ফিরোজ ভাই পড়বেন না দয়া করে) ...
তখন কার দিন ... আর এখনকার দিন ... আসলে তাহমিদ যা বলতে চেয়েছে তা হলো নির্মম সত্য ...
ছোটবেলায় মনে হয় আমি তাহমিদের ডুপ্লিকেট থুক্কু ... তাহমিদ আমার ডুপ্লিকেট । কিন্তু এই শেষ ৬-৭ বছরে আমি অনেক শিখেছি অনেক বুঝেছি ... কিছু কিছু ব্যাপার তাহমিদের এখনো অজানা ।
আসলে ভাল খারাপ ... শ্লীল-আশ্লীল সব আপেক্ষিক ব্যাপার ...
যুগ যেই দিকে দৌড়ায় ... আমরা কিন্তু সেদিকেই দৌড়াই ...
তাহমিদের যুক্তিতে তাহমিদ ঠিকি আছে ...
তবে ভুল জায়গায় পোস্ট করেছো ...
এটা কিন্তু বাসা না ...সমাজ ... আর এখানে সামাজিক প্রানী হিসেবেই থাকতে হবে । 