Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
চমৎকার লিখেছেন এবস্ট্রাক্ট ডিজাইন করতে কিন্তু আলাদা এক ধরনের ফিলিং আছে
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
চমতকার টিউটোরিয়াল, চেষ্টা করে দেখতে হবে।
৪ ১০-০২-২০১২ ১২:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন আশিফ শাহো (১১-০২-২০১২ ০৯:৩৪)
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
ইয়াহু, আমি করতে পারুম দেখতেছি
নিজেরে ডিজাইনার মনে হইতেছে
থ্যাংকু শিমুল ভাই, খুবই সহজ টিউটো নতুনদের জন্য
আমার একজন স্টুডেন্টকে মেইল করে দিলাম লিংকটা
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
ইয়াহু শিমুল ভাইয়া টিউটো দিছে
এখন একটু ব্যস্ত... পরে ট্রাই করবোই করবো
৮ ১১-০২-২০১২ ২০:৩৪ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১১-০২-২০১২ ২০:৩৫)
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
ডেডলক ভাই,
এই যে নতুন কালো সার্কেলটা তৈরি করেছেন (স্ট্রোকের মাধ্যমে) তা কি নতুন লেয়ারে তৈরি করেছেন? নাকি আগের কোনো লেয়ারেই ক্রিয়েট করে ফেলেছেন। প্রথম শর্ত, নতুন লেয়ারেই সার্কেলটা থাকতে হবে। আর এখানে Ctrl+D চাপলে ডিসিলেক্ট হবে ঠিকই, কিন্তু ওকে করার জন্য আলাদা কোনো অপশন আসবে না। আমি এখানে ভুলে লিখে ফেলেছি। আচ্ছা যাই হোক, নতুন লেয়ারে সার্কেলটা আছে ধরে নিলাম। এবং ডিসিলেক্টও করা আছে, এরপর Ctrl চেপে ঐ লেয়ারের থাম্বনেইলে ক্লিক করুন ছবিতে আয়তক্ষেত্র একে দেখানো আছে। তাহলে সেটা আবার সিলেক্ট হবে এবং তারপর আপনি এডিট মেন্যুতে গিয়ে ডিফাইন ব্রাশ প্যাটার্নে ক্লিক করে ব্রাশ বানাতে পারবেন
এরপরও যদি সমস্যা হয় তাহলে আপনার ফুল সফটওয়্যারের স্ক্রীনশট দিবেন প্লিজ
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
১২ ১২-০২-২০১২ ১৩:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১২-০২-২০১২ ১৩:১৫)
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
উড়ে জোস জিনিস ত! ইসসি রে আগে দেখি নাইক্কা! আট্টু হইলেই মিস হইয়া যাইতেছিল। থ্যাংকু থ্যাংকু লিংকের লাইগা। নইলে কি একখান অসাম জিনিস মিস হই যাইতেছিল! আপনি বস লোক! পুরাই পাঙ্খা।
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
শিমুল ভাই অসাধরণ।
আপনি যদি প্রতি মাসে এ রকম একটা করে টিউটো দেন তাহলে নতুনদের অনেক সুবিধা হয় আবার উৎসাহও বারে।
আপনার জন্য
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
১৮ ২০-০৪-২০১২ ১১:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মো: আল আমিন (২০-০৪-২০১২ ১১:৩৭)
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
Re: অ্যাবস্ট্রাক্ট সার্কেল ব্যাকগ্রাউন্ড (ফটোশপ টিউটোরিয়াল)
আল-আমিন ভাই, ধন্যবাদ সাহায্যের জন্য নামাজের পরে ট্রাই করে দেখব, ইনশাআল্লাহ।