Re: সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম
গেইম গুলো ছাড়া বাকি ১০০% সফটওয়্যার এতকাল চুরি ছাড়াই ব্যবহার করেছি। কিন্তু একটা প্রয়োজনে কিছুটা চুরি করতে হল Adobe CS6 ইন্সটল করে ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম
গেইম গুলো ছাড়া বাকি ১০০% সফটওয়্যার এতকাল চুরি ছাড়াই ব্যবহার করেছি। কিন্তু একটা প্রয়োজনে কিছুটা চুরি করতে হল Adobe CS6 ইন্সটল করে ।
স্নিপিং টুল কখনো কাজে লাগাইনি। ওদের বিল্ট-ইন সার্ভিসের প্রতি আস্থা নেই বলে। গ্রীনশট ইনস্টল করে দেখতে হবে। আর গিম্প দিয়ে স্ক্রীণশট তুলতে আগ্রহ পাচ্ছিনা।
ছোটখাটো কাজের জন্য স্নিপিংটুল একদম খারাপ না, অসম্ভব লাইটওয়েট। এ্যাডভান্সড ফিচার চাইলে Screenshot Captor ট্রাই করে দেখতে পারেন।
প্রখর রুদ্র লিখেছেন:স্নিপিং টুল কখনো কাজে লাগাইনি। ওদের বিল্ট-ইন সার্ভিসের প্রতি আস্থা নেই বলে। গ্রীনশট ইনস্টল করে দেখতে হবে। আর গিম্প দিয়ে স্ক্রীণশট তুলতে আগ্রহ পাচ্ছিনা।
ছোটখাটো কাজের জন্য স্নিপিংটুল একদম খারাপ না, অসম্ভব লাইটওয়েট। এ্যাডভান্সড ফিচার চাইলে Screenshot Captor ট্রাই করে দেখতে পারেন।
আসলেই তাই। নিয়মিত ব্যবহার করি।
Screenshot এর জন্য ShareX খুব ভাল। নেওয়ার সাথে সাথে অটো ইমগুরে আপলোড করে যেমন লিংক চান তা অটো ক্লিপবোর্ডে কপি করে রাখবে। Best of all, It's open sourced http://code.google.com/p/sharex
স্ক্রীনশট শেয়ার করার জন্য মূলত ব্যাবহার করা হয় Droplr. সিম্পলের মধ্যে চমৎকার লাগে। শুধু স্ক্রীনশট না। সিঙ্গেল ফাইলে ২৫মেগার মধ্যে যেকোন কিছুই শেয়ার করা যায়। কনটেক্স বা শর্টকাট কী দুইটাই থাকায় আরো ইজি। লিনাক্সেও এভেইলএবেল।
তবে সরাসরি ফেসবুকে বা ফোরামে কিছু শেয়ার করতে হলে Snipping Tool ই ব্যাবহার করি।
ওপেনসুস্যেতে কেডিইর যেটা আছে সেটা দিয়ে সরাসরি বিভিন্ন আপলোড সার্ভারে সরাসরি আপলোড করা যায়, এমনকি ফেসবুকেও করা যায়, কাজেই শাটার বা অন্য কিছু ইন্সটল করা হয় নি।
ওপেনসুস্যেতে কেডিইর যেটা আছে সেটা দিয়ে সরাসরি বিভিন্ন আপলোড সার্ভারে সরাসরি আপলোড করা যায়, এমনকি ফেসবুকেও করা যায়, কাজেই শাটার বা অন্য কিছু ইন্সটল করা হয় নি।
ওপেনসুস্যের নতুন এডিশান ইনস্টল করা হয়নি, মিন্ট পেট্রায় আছি আপাতত। কেমন করেছে বলুন তো?
গ্রীনশট কাজের মনে হয়েছে, আপলোড-এডিট দুটোই করা যায়। স্ন্যাগইটের ভাল বিকল্প।
ওপেনসুস্যের নতুন এডিশান ইনস্টল করা হয়নি, মিন্ট পেট্রায় আছি আপাতত। কেমন করেছে বলুন তো?
গ্রীনশট কাজের মনে হয়েছে, আপলোড-এডিট দুটোই করা যায়। স্ন্যাগইটের ভাল বিকল্প।
ksnapshot দিয়ে করা যায়। আপনাকে kipi-plugins ইনস্টল করে নিতে হবে। তাহলে facebook,Twitter,Flicker,Imgur ইত্যাদিতে শেয়ার করার অপশন পাবেন। ওপেনসুস্যেতে সেটা মনে বাই-ডিফল্ট দেওয়া আছে। মিন্ট KDE তে আালাদাভাবে ইন্সটল করে নিতে হবে হয়ত।
আর Kingsoft Office এর Presentation অংশটা দেখতে পারেন। এটার ফ্রি ও পেইড দুটো ভার্সন আছে, তাছাড়া লিনাক্সের জন্য আলফা ভার্সন আছে।
লিনাক্সেও এভেইলএবেল।
droplr লিনাক্সে এভেইলএবল? লিংক প্লিজ!
মেহেদী৮৩ লিখেছেন:লিনাক্সেও এভেইলএবেল।
droplr লিনাক্সে এভেইলএবল? লিংক প্লিজ!
ksnapshot দিয়ে করা যায়। আপনাকে kipi-plugins ইনস্টল করে নিতে হবে। তাহলে facebook,Twitter,Flicker,Imgur ইত্যাদিতে শেয়ার করার অপশন পাবেন। ওপেনসুস্যেতে সেটা মনে বাই-ডিফল্ট দেওয়া আছে। মিন্ট KDE তে আালাদাভাবে ইন্সটল করে নিতে হবে হয়ত।
আর Kingsoft Office এর Presentation অংশটা দেখতে পারেন। এটার ফ্রি ও পেইড দুটো ভার্সন আছে, তাছাড়া লিনাক্সের জন্য আলফা ভার্সন আছে।
মিন্ট সিনামন ইনস্টল করা আছে ল্যাপিতে, আর ডেস্কটপে উবুন্টু ইউনিটি। কেস্ন্যাপশটে এডিটের অপশান দেখেছিলাম বলে মনে পড়ছেনা।
কিংসফট অফিস নামাতে দিলাম। দেখা যাক এমএস অফিস ছাড়া কাজ চালাতে পারি কিনা। লিনাক্সে লিব্রে অফিসই রক্স।
ম্যাটল্যাবের বিকল্প হিসাবে সাইল্যাব বা অকটেভ কতটা কার্যকর ? সিমুলিংকের বিকল্প আছে কি ?
ম্যাটল্যাবের বিকল্প হিসাবে সাইল্যাব বা অকটেভ কতটা কার্যকর ? সিমুলিংকের বিকল্প আছে কি ?
পার্থক্যটা টুলবক্সে। ম্যাটল্যাবে প্রচুর টুলবক্স আছে। সবগুলো অকটেভে নেই। তবে ইমেজ ও অডিও সিগন্যাল এনালিইসিস করার এসেনশিয়াল সবগুলো ফাংশন অকটেভে পাবেন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম
০.০৫৩৬৮৯০০২৯৯০৭২৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.৯৫২৮৫৯২৯৯৭৮৫ টি কোয়েরী চলেছে