Re: সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম
এক দিন Networx ব্যবহার করে দেখতে পারেন
আগে ব্যবহার করেছি.
কিন্তু এর উপরের বারটা পছন্দ হয়নাই.
তবে এই সফটওয়্যার টা দিনে দিনে অনেক উন্নতি করছে.
সামনে ব্যবহার করার ইচ্ছা আছে.
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম
এক দিন Networx ব্যবহার করে দেখতে পারেন
আগে ব্যবহার করেছি.
কিন্তু এর উপরের বারটা পছন্দ হয়নাই.
তবে এই সফটওয়্যার টা দিনে দিনে অনেক উন্নতি করছে.
সামনে ব্যবহার করার ইচ্ছা আছে.
অ:ট:
রিং ভাই আপন কত ভাগ সফটওয়্যার পাইরেসি করেন তা কিন্তু বললে না। খালি অ:ট: কইয়া গেলেন।
(১ম পেজটা পড়ে মন্তব্য করছি ) ।
মুভির কোনো সমাধান হলো ? কিভাবে মুভি থেকে পাইরেসী মুক্ত হওয়া যায় ?
(১ম পেজটা পড়ে মন্তব্য করছি ) ।
মুভির কোনো সমাধান হলো ? কিভাবে মুভি থেকে পাইরেসী মুক্ত হওয়া যায়?
প্রিয় ইমরান। আপনি যদি সামর্থ্যবান হোন তো অরিজিনাল অনুলিপি ক্রয় করুন। আর একান্তই সে সামর্থ্য না থাকলে সরাসরি হলে গিয়ে ছবি দেখুন। আর হ্যাঁ কারো কাছ থেকে চলচ্চিত্র কিংবা সংগীত ধার নেবেন না। ব্যস মিলে গেলো "মুক্তি'।
অ:ট:
রিং ভাই আপন কত ভাগ সফটওয়্যার পাইরেসি করেন তা কিন্তু বললে না। খালি অ:ট: কইয়া গেলেন।![]()
তুমি তো আমারে পাবলিকের সামনে কিল খাওয়াইবা। যাই হোক কিল খাবার পরিস্থিতি যখন তৈরী করেই দিয়েছো তো তখন বলতেই হচ্ছে -- বিগত প্রায় বারো বছর যাবৎ আমার কম্পিউটার/ল্যাপটপ কোনটাতেই কোন চোরাই সফটওয়্যার নাই। সাথে অারেকটা মজার বিষয় জানিয়ে রাখি আমি সফটওয়্যার মুক্তির আন্দোলনের সাথে জড়িত। আর তাই আমার ব্যবহৃত অপারেটিং সিস্টেম থেকে শুরু করে প্রায় প্রতিটা সফটওয়্যারই মুক্ত। মানে সব রকম স্বত্ত্বাধীকার সংরক্ষনের নীতিমালা বজায় রেখেই আমি এই সফটওয়্যার গুলোকে ব্যবহার এবং যখন যেমন খুশি নিজের মতো করে নিজের প্রয়োজন মিটিয়ে নিতে পারি। সাথে অন্যের প্রয়োজনটুকুও মিটিয়ে দিতে পারি। চুরির অপবাদ দূরে থাক উল্টে এই ধরনের কাজের জন্য প্রশংসাই পাই।
এ বছরে অবশ্য একটা বিশাল সম্মান পেয়েছি এই মুক্ত সফটওয়্যার নিয়ে নিয়মিত "পাগলামো'র কারনে। এই আন্দোলনের প্রধান পুরুষের সাথে সাক্ষাৎ আর বেশ কিছুক্ষন সময় কাটাবার সুযোগ পেয়েছিলাম বিগত ২রা ও ৪ঠা ফেব্রুয়ারী। আমরণ যেনো এই "পাগলামো'টুকু বজায় রাখতে পারি সেই দোয়া চাই আপনাদের সবার কাছে।
অভিনন্দন আপনাকে। আমাদের প্রত্যেকেরই আপনাকে অনুসরন করা দরকার। আর হ্যা বাকী ২০% পাইরেটেড কবে বাদ দিচ্ছেন? উবুন্টু / কুবুন্টু ফেলে একবার লিনাক্স ট্রাই করে দেখতে পারেন। আমি আপাতত উবুন্টুর সাথে এডজাষ্ট হওয়ার চেষ্টা করছি। নতুন তাই একটু সমস্য হচ্ছে। আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার দেওয়া সফট গুলো কালেকশনে রাখবো।
অফটঃ
আমার ল্যাপিতে এন্টিভাইরাস ছিল নরটন। আপনার লিংক থেকে এভাষ্ট ডালো দিলাম।
তারপর কন্ট্রোল প্যানেল থেকে নরটন আনষ্টল করে এভাষ্ট দিয়ে যখন ল্যাপি পুনরায় ষ্টার্ট করলাম দেখলাম আমার নরটন সদর্পে ওপেন হল। কন্ট্রোল প্যানেল খুজে দেখলাম ওখানে নরটন নেই। বাট ষ্টার্টবারে আইকন দেখাচ্ছে। এখন আমার ল্যাপিতে এন্টিভাইরাস দুটো। নরটন কিভাবে ল্যাপি থেকে রিমুভ/আনষ্টল করব। হেল্পান।
"আমি উবুন্টুতে সাধু
জানালায় চোর.........."
কি কইরতাম। এত দিনের অভ্যাস
ভাল লাগল এইটপিক টা।
আমারও ইচ্ছে বৈধ সফট ব্যবহার করি কিন্তু পারছি না। আমি ২০% ভোট দিয়েছি। মনে হচ্ছে একটু বেশিই দিয়ে ফেলেছি।
এক জরিপে দেখা গেছে বাংলাদেশের শতকরা ৯০% মানুষ পাইরেসি করে এবং কুভ ভালবাসে।
কারন, আমাদের দেশ গরিব। বাংলাদেশ যে দিন আমিরিকার মত হবে সে দিন পাইরেসি উঠে যাবে। ইনশা আল্লাহ,।
এক জরিপে দেখা গেছে বাংলাদেশের শতকরা ৯০% মানুষ পাইরেসি করে এবং কুভ ভালবাসে।
কারন, আমাদের দেশ গরিব। বাংলাদেশ যে দিন আমিরিকার মত হবে সে দিন পাইরেসি উঠে যাবে। ইনশা আল্লাহ,।
বাংলাদেশের মানুষ পাইরেসি করে কারণ হয় তারা এ ব্যাপারে সচেতন নয়(যেটা এই ইন্টারনেটের যুগে সম্ভব নয়),অথবা তারা এটাকে ব্যাপার ই মনে করেনা।আর এ ব্যাপারে কিছু বললেই নীলক্ষেতের বই এর উদাহরণ টানে।সিনেমা,গান এসব পাইরেসির উদাহরণ টানে।বলে ওসব পাইরেসি করতে পারলে এই সামান্য সফটওয়ার পাইরেসি(!) করতে দোষ কোথায়?
ভাই,অধিকাংশ পেইড সফটওয়ারের ই ফ্রি বিকল্প আছে।হয়ত ১০০ ভাগ বিকল্প নয়,তবে আছে যে সেটা মোটামুটি নিশ্চিত।মুভি বা গানের সেরকম আছে?নেই।না থাকলেও পাইরেসি কিন্তু হালাল নয় ওগুলোর জন্য
বিকল্প থাকার পর ও যদি আমরা সফটওয়ার পাইরেসি ছাড়তে না পারি,অন্যগুলোর পাইরেসি কীভাবে ছাড়বো??
বাংলাদেশ আমেরিকার মত হলে পাইরেসি উঠে যাবে এটা আমি বিশ্বাস করিনা।আমি বিশ্বাস করি জাতি হিসেবে যেদিন আমাদের আত্মমর্যাদা বোধ হবে সর্বোচ্চ,আমরা সবরকম দুর্নীতি,চুরি পরিত্যাগ করতে পারবো,এগুলোর পেছনে যুক্তি দেখানো বন্ধ করে এগুলো ত্যাগ করতে পারবো,সেদিন থেকেই আমেরিকা,জাপান বা যেকোন উন্নত দেশের মত হওয়ার পথে আমরা এগিয়ে যাব।হ্যাঁ,চুরি,দুর্নীতি তখন ও কেউ কেউ করবে।কিন্তু অধিকাংশ মানুষ যখন সৎ থাকবে এসব আমাদের দেশটাকে প্রভাবিত করতে পারবেনা।
বাংলাদেশ দুর্নীতিতে ৩ বার হ্যাট্রিক করেছে ভবিষ্যৎ এ আরও হবে তা বলা বাহুল্য রাখে না।
বাংলাদেশের মানুষ যে দিন পাইরেসি ছাড়বে সে দিন সূর্য পশ্চিম দিকে উঠবে।
শেরিফ সফ্টওয়্যারের নাম কি কেউ শুনেছেন? আমি প্রায় চার বছর এদের বাণিজ্যিক সফ্টওয়্যারগুলি ব্যবহার করছি৷ এদের প্রতিটি সফ্টওয়্যারের একটি করে ফ্রি ভার্সান আছে৷ দেখতে পরেন ব্যবহার করে৷
(ফটোশপ-ইনিডজাইন-ইলাসট্রেটার এর জন্য খুব ভালো ফ্রি অল্টারনেটিভ)
আর কিংসফ্ট অফিস-এর ফ্রি ভার্সানটাও ট্রাই করতে পারেন৷
(ফটোশপ-ইনিডজাইন-ইলাসট্রেটার এর জন্য খুব ভালো ফ্রি অল্টারনেটিভ)
এগুলোর অল্টারনেটিভ কই পাইলেন? লিংক দেন দেখি
Arun লিখেছেন:(ফটোশপ-ইনিডজাইন-ইলাসট্রেটার এর জন্য খুব ভালো ফ্রি অল্টারনেটিভ)
এগুলোর অল্টারনেটিভ কই পাইলেন? লিংক দেন দেখি
জানিনা আমার এই লিঙ্কগুলি দেওয়া ফোরামের আইনের পরিপন্থী কিনা, কারণ এই লিঙ্কগুলি একটি ব্যবসায়িক সংস্থার৷ যদিও এই গুলির সফ্টওয়্যার তারা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে৷
এদের এই সফ্টওয়্যারগুলির বাণিজ্যিক সংস্করণগুলি আমি আমার ডি.টি.প-র কাজে ব্যবহার করি এবং এদের বাণিজ্যিক সংস্করণগুলির দামও অনেক কম৷
যদিও সাধারণ ডি.টি.প, প্রিন্ট ও য়েকোন ডিজাইনের কাজের জন্য ফ্রি ভার্সনগুলিই যথেষ্ট৷
PagePlus (Page Layout Software) : http://www.serif.com/desktop-publishing-software/
WebPlus (Web Site Creator) : http://www.serif.com/web-design-software/
PhotoPlus (Raster Graphics) : http://www.serif.com/free-photo-editing-software/
DrawPlus (Vector Graphics) : http://www.serif.com/free-graphic-design-software/
এদের একটি সুন্দর এবং খুবই সাহায্যকারী ফোরামও আছে -- http://forums.serif.com/
ছোট্ট ডাউনলোডের এম.এস অফিসের অলটারনেটিভ চান -- কিংসফ্ট অফিসের ফ্রি ভার্সান ব্যবহার করে দেখতে পারেন৷
উইন্ডোজের জন্য -- http://www.kingsoftstore.com/kingsoft-o … eware.html
অ্যান্ড্রয়েডের জন্য -- http://www.kingsoftstore.com/downloads/ … ffice-apps
আবারও জানাই যদি এই ধরণের পোষ্ট ফোরামের আইন বিরুদ্ধ হয় তবে অবশ্যই জানান -- আমি ডিলিট করে দেব৷
পুরান টপিক জাগাইলাম। মডু ডোন্ট কিল মি
আগে যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম : DU Meter (ইন্টারনেট স্পিড মনিটর করার জন্য ব্যবহার করা হয়)
বর্তমানে যে ফ্রী সফটওয়্যার ব্যবহার করছি : Networx
ধন্যবাদ এটার জন্য। ডিইউ মিটার ফেলে দিলাম, বেশী রং-চং। ফ্রি আরেকটা অপশন ছিল, বাট ওটা অতিরিক্ত সিম্পল। এটার অনেকগুলো অপশন ভাল লেগেছে, তারপর দেখতেও সাদা-মাটা। সব থেকে বড় কথা ওদের ওয়েবসাইটে পোর্টেবল ভার্সন দেয়া আছে। তবে একটাই সমস্যা, টুলবারের অপশন খুজে পাচ্ছিনা। যাক গে, ঐ অপশন না হলেও চলবে।
আমি DU মিটার কোনদিনও ইউজ করিনি, এটা ইউজ করি, পোর্টেবল ভার্সন।
http://www.softpedia.com/get/Network-To … eter.shtml
শুধু মাত্র কেসপা্রস কি ইন্টারনেট সিকুরিটি ২০১৩ লাইসেন্স করা। আর বাকি সব পাইরেটেড।
কেসপারস কি ব্যবহারের পর আমার পি.সি স্লো হয়ে গেছে। অ্যাভাস্ট টা কেমন কাজ করে?
যেসব পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করছি তার তালিকা দিলাম:
১। ম্যাটল্যাব (এটা ছাড়া সম্ভব না)
২। সিএসটি স্টুডিও (রিসার্চের জন্য দরকার)
৩। মাইক্রোসফট অফিস ২০১০ (শুধুমাত্র পাওয়ারপয়েন্টের জন্য এখনো পড়ে আছি, তবে লিব্রে অফিসে কাজ করছি নিয়মিত)
৪। স্ন্যাগইট (এটার বিকল্প পাইনি, লিনাক্সে শাটার দিয়ে ভালো চলে যায়)
বাকি সকল সফটওয়্যার ফ্রীওয়্যার। বেশিরভাগ সময় থাকা হয় ইন্টারনেটে, তার জন্য ব্যবহৃত ব্রাউজার ফায়ারফক্স-ক্রোম আর বিটটরেন্ট-ঈগলগেট সম্পূর্ণ ফ্রী।
উইন্ডোজ ৮.১ ব্যবহার করছি যা জেনুইন।
৪। স্ন্যাগইট (এটার বিকল্প পাইনি, লিনাক্সে শাটার দিয়ে ভালো চলে যায়)
একটু দেখবেন, নিচের দিকে দুইটা অল্টারনেটিভের নাম আছে: http://www.osalt.com/snagit
এছাড়া (মশা মারতে কামান দাগার মত): GIMP টিউটোরিয়াল: স্ক্রিনশট নেয়া
উইন্ডোজে স্নিপিং টুল বলে এরকম একটা বিল্ট ইন জিনিষ আছে বলে কোনো এক সময়ে শুনেছিলাম।
প্রখর রুদ্র লিখেছেন:৪। স্ন্যাগইট (এটার বিকল্প পাইনি, লিনাক্সে শাটার দিয়ে ভালো চলে যায়)
একটু দেখবেন, নিচের দিকে দুইটা অল্টারনেটিভের নাম আছে: http://www.osalt.com/snagit
এছাড়া (মশা মারতে কামান দাগার মত): GIMP টিউটোরিয়াল: স্ক্রিনশট নেয়া
উইন্ডোজে স্নিপিং টুল বলে এরকম একটা বিল্ট ইন জিনিষ আছে বলে কোনো এক সময়ে শুনেছিলাম।
স্নিপিং টুল কখনো কাজে লাগাইনি। ওদের বিল্ট-ইন সার্ভিসের প্রতি আস্থা নেই বলে। গ্রীনশট ইনস্টল করে দেখতে হবে। আর গিম্প দিয়ে স্ক্রীণশট তুলতে আগ্রহ পাচ্ছিনা।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » সফটওয়্যার » সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম
০.০৭৯৫৬৫০৪৮২১৭৭৭৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৫০৩২৪৫৭৩৮৯৪৩ টি কোয়েরী চলেছে