Re: সফটওয়্যার পাইরেসি হতে এক ধাপ দূরে সরে আসলাম
এই কথাটা এখানে কেন কইলেন বুঝলাম না
। আমি ফ্রী বিকল্প খুজছি, যদি ডোনেট করতেই হয় তাইলে আইডিএম এর লাইসেন্স কিনবো। ডোমেনট করবো কেন? টাকা থাকলে তো আইডিএম ই কিনতাম!
টপিকের শুরুতেই ডেডলকের প্রশ্ন ছিল idm এর কোন বিকল্প আছে কিনা তাই বলা।আর ডোনেট কেন করবেন উবুন্টুর জনপ্রিয়তার পেছনের রহস্য কি তা জানুন তাহলেই হবে। মাগনাতে কমার্শিয়ালের ফিচার যেই কারণে চান সেই কারণেই ডোনেট করা উচিত।
@ অনুপ মিডিয়াখানা কি সফটের সাথে সম্পর্কহীন
অন্তত এই টপিকে
আপনার ব্যবহার করা ডাউনলোডার বা মিডিয়াপ্লেয়ার বৈধ কিন্তু তা দিয়ে কোন অবৈধ জিনিস নামানো বা দেখা/শুনা কি বৈধ হওয়া উচিত ?
যারা পাইরেসী নিয়ে ভয়ে আছেন কোন চিন্তা নেই ইতোমধ্যেই kopimism নামে নতুন ধর্মের জন্ম হয়েছে।তাই কেউ পাইরেসী নিয়ে কেউ কিছু বললে তা ধর্মানুভূতিতে আঘাত করার শামিল বলে গন্য হবে।