টপিকঃ পিএইচপিতে একটু সাহায্য প্রয়োজন
শিরোনামের জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি। শিরোনামে ঠিক কী লেখা যেতে পারে তা বুঝে উঠতে পারছিলাম না।
নির্দিষ্ট ১৫০টি ফ্লোটিং পয়েন্ট মানের যে কোন একটি মান ইউজার ইনপুট হিসেবে প্রবেশ করাবে যা একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করা হবে। ইউজার ইনপুটগুলো ইংরেজিতে দিবে। এখন ঐ ইনপুটগুলো বাংলাতে প্রিন্ট করতে হবে।
আমি সুইচ-কেইস স্টেইটমেন্ট ব্যবহার করে ঐ ইংরেজি মানগুলোর বিপরীতে বাংলাতে মান স্ট্রিং হিসেবে ভ্যারিয়েবলটিতে সংরক্ষণ করছি। ফলে ঐ ১৫০টি মানের জন্যই আমাকে নিচের মত অনেকবার লিখতে হচ্ছে,
case 123.45:
$x = "১২৩.৪৫";
break;
সংখ্যা যেহেতু মাত্র ১০টি, তাই আমি চাচ্ছি এমন কিছু করতে যা দিয়ে মাত্র ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যার জন্য সুইচ-কেইস স্টেইটমেন্ট ব্যবহার করে ঐ ভ্যারিয়েবলের যে কোন মানই ইংরেজি থেকে বাংলাতে রূপান্তর করব।
ভিবি.নেটে এ্যারেতে মান রেখে এবং স্প্লিট ফাংশন ব্যবহার করে কিছু কাজ করেছিলাম। ভাবছি ঐ রকম কিছু করে হয়ত এখানে কোডিং কমিয়ে আনা যেতে পারে।