Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
আইপি ???
DCHP না তো ????
ভাল করে দেখুন ...
না হলে DCHP এনাবেল করে দিন ।
৬ ০৪-০২-২০১২ ০১:৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন বাবর (০৪-০২-২০১২ ০১:৪৫)
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
বাবর লিখেছেন:পিং করে দেখেন তো পিং হয় নাকি!
কি জানি লিখতে হয়?
ping -c 4 google.com
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
google.com পিং হচ্ছে না। অন্যদিকে ফাইল শেয়ার সার্ভার পিং হচ্ছে ঠিকমতই। ওটা ব্রাউজও করা যাচ্ছে।
ফাইল শেয়ারিং সার্ভার কি আইপি দিয়া ব্রাউজ করতে হয়? তাইলে দেখেন তো এই আইপিতে ঢুকে কিনা!?
209.141.59.115
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
pppoe চালু করা নেই তো আবার ???
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
head -n 50 /etc/resolv.conf
এইটার আউটপুট দেন দেখি!
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
sudo echo "
nameserver 8.8.8.8
nameserver 8.8.4.4" > /etc/resolv.conf
পুরাটা কপিপেস্ট করে এন্টার দিবেন।
তারপর আবার আগের কমান্ডটা চালিয়ে দেখবেন, ঠিকমত এন্টার হইছে কিনা! হইলে মেশিন রিস্টার্ট দিয়ে দেখুন কি হয়!
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
একটু চেক করে দেখেন তো resolv.conf ফাইলটার কি অবস্থা?
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
# Generated by NetworkManager
এটা লেখা।
আর কিছুই নাই!!!?
তাইলে আবার একটু আইপিগুলা এন্ট্রি দেন, উপরের মোস্ট অনুযায়ী।
এরপর এটা চালানঃ
sudo service network-manager restart
sudo service networking restart
sudo service network-interface restart
তারপর আবার resolv.conf ফাইলটা চেক করুন। যদি সব ঠিক থাকে তাইলে ব্রাউজের ট্রাই করে দেখুন বা পিং করে দেখুন!
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
ইমরান আগে দেখুন আপনার wi-fi established process এর কোথায় সমস্যা দেখাচ্ছে, কারন এটা শুধু notebook এর ই না, আপনার modem setup এও problem হতে পারে। আমি এমন একটা সমস্যায় পড়েছিলাম পরে দেখলাম qubee tower modem setup এ সমস্যা ছিল।
Re: নেটবুকে ব্রডব্যান্ড কানেকশন সমস্যা
সবাইকে আন্তরিক ধন্যবাদ। শেষ আপডেটঃ সমস্যার সমাধান হয়নি। আপাতত নেটবুকটা আমার কাছে নেই। ২ দিন পর পাবো, তখন ট্রাই করে দেখতে পারবো। আমার একটা জিনিস মনে হচ্ছে, ম্যাক লক থাকার কারনে কি এমন হতে পারে? ম্যাক পরিবর্তন করা যায়? গেলে কিভাবে?
ইমরান আগে দেখুন আপনার wi-fi established process এর কোথায় সমস্যা দেখাচ্ছে, কারন এটা শুধু notebook এর ই না, আপনার modem setup এও problem হতে পারে। আমি এমন একটা সমস্যায় পড়েছিলাম পরে দেখলাম qubee tower modem setup এ সমস্যা ছিল।
আমার সমস্যাটা ওয়াই-ফাই তে নয় ভাই। wired কানেকশনে। কানেক্ট হচ্ছে, কিন্তু ব্রাউজ হচ্ছেনা। আর কানেকশন ব্রডব্যান্ড এর। মডেম এর নয়।