টপিকঃ গ্রামীনের ফ্রী অফার নিবেন কিনা কন?
কী আর বলবো আমি? গ্রামীণফোন একটি অফার দিয়েছে গো। সেটা হলো ক্লিক অফার। ১ মাসের জন্য ৪৫ মেগাবাইট ফ্রি ইন্টারনেট। আমি তো প্রথমে বিশ্বাস করিনি। পরে দেখি না এটা কোন ভূয়া তথ্য নয়। সত্যিই পাওয়া গেলো। কিন্তু জানিনা ভাই গ্রামীণের কোন গ্যারাকলে আমি পড়লাম। আপনারা যদি গ্যারাকলে পড়তে চান তাহলে ভাই ম্যাসেজ অপসনে গিয়ে Click লিখে ৯৯৯৯ পাঠিয়ে দেন।ব্যস কলে আটকে গেলেন।