Re: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সংক্রান্ত সকল আলাপ আলোচনা
আমার সমস্যা হল - দুই দলকে পচন্দ কিন্তু ঢাকা জিতলে বেশি ভাল লাগবে............
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সংক্রান্ত সকল আলাপ আলোচনা
আমার সমস্যা হল - দুই দলকে পচন্দ কিন্তু ঢাকা জিতলে বেশি ভাল লাগবে............
এখানে সেই জিতবে যে বা যারা সুযোগকে কাজে লাগাতে পারবে
তাতো বটেই। আমার কাছে কিন্তু কাগজে কলমে চট্রগামকে এই আসরের সবচেয়ে দুর্বল দল মনে হয়নি।
কাগজে কলমে চট্রগামকে এই আসরের সবচেয়ে দুর্বল দল মনে হয়নি
কিভাবে? চট্রগাম দলে ভালো কোন উদ্ভোদনী ব্যাটস ম্যান নেই, ভালো পেসার নেই,
ভালো উইকেট কিপার নেই , দলে ট্রেইলরও নেই
কেন?
এই কারনেই যে আমার কাছে মনে হয়েছে চট্রগামের যে স্কোয়াড তা মোটেও খারাপ না।আমার কাছে এই আসরের সবচেয়ে দুর্বল দল লেগেছিল রংপুর রাইডার্সকে।অবশ্য তারা পুরো টুর্নামেন্ট এ বেশ ভাল খেলেছে।
চট্টগ্রাম দুর্বল হলেও ৫৪ রানে হারিয়েছে ঢাকাকে,
24th Match: Dhaka Gladiators v Chittagong Kings at Chittagong - Feb 2, 2013 ,Chittagong Kings 142 (20/20 ov); Dhaka Gladiators 88/8 (20/20 ov)
Chittagong Kings won by 54 runs
রংপুর দলে বাংলাদেশ জাতিয় দলের দুই অপেনার ইমরুল এবং জুনায়েদ, জাতীয় দলের সেরা স্পিনার রাজ্জাক আর সেরা হিটার নাসির ছিলো - সবচেয়ে বড় কথা হচ্ছে রংপুরে ছিলো নবাগত শামছুর রহমান যার রান ৪২১, সেরা রান
Abdur Razzak (c)
Amit Kumar
Cameron Borgas
Dhiman Ghosh (wk)
Fidel Edwards
Danza Hyatt
Imrul Kayes
Junaid Siddique
Dimitri Mascarenhas
Mehdi Hasan
Mohammad Sharif
Murad Khan
Nasir Hossain
Kevin O'Brien
Niall O'Brien (wk)
James Pattinson
Saikat Ali
Shamsur Rahman
Tapash Baisya
Taposh Ghosh
সে হিসাবে চট্টগ্রাম দলে এখনও অপেনার সংকট রয়েই গেছে
Toss: Chittagong Kings have won the toss and elected to field.
Dhaka Gladiators 5/1 (1.0/20 ov)
নাসির আর রাজ্জাক বাদে তো কারও পারফরম্যানস তেমন ভাল ছিলনা ।তাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার Fidel Edwards ছাড়া আমি তো বাকিগুলোকে চিনতাম না।আর এই আসরে থেকে আরও একটি অজর্ন হচ্ছে শামসুর রহমানকে পাওয়া।সেদিক থেকে যদি আপনি বিবেচনা করেন আপনাদের চট্রগামের স্কোয়াডে জ্যাকব ওরাম,রবি বোপারা,টেন ডেসকাট,কেভিন কুপার,শন টেইট, টেইলর মানের ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল।তাছাড়া দেশি প্লেয়ারগুলো তো খারাপ না একেবারে মাহমুদউল্লাহ,নাইম,রুবেল, মার্শাল আইয়ুব যে রিসেন্টলি ঘরোয়া লিগে বেশ ভাল খেলছে। তাহলে আমি এই স্কোয়াডকে কি ভাবে খারাপ বলতে পারি।তাই আমার কাছে মনে হয়েছে এই টিমটা বেশ ভাল। যাই হোক যেই চ্যাম্পিয়ন হোক না কেন এই টুর্নামেন্ট থেকে আমরা যদি কিছু অর্জন করতে পারি সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া ।
আজ চট্টগ্রামে ২ জন যুক্ত হয়েছেন শ্রিলংকান নবাগত প্লেয়ার DSNFG Jayasuriya ও LHD Dilhara, আজকে ওরাম ও নাইম দলে নেই
ঢাকা জিতবে। চটগ্রাম কোনো দল হলো?!!!
চটগ্রাম কোনো দল হলো?!!!
ঠিকই বলেছেন, চট্টগ্রাম বলে কোন দল নেই আছে চিটাগাং কিংস
তবে মনে রাখা দরকার পচা শামুকে পা কাটলেও কাটতে পারে - ঢাকা খুবই শাক্তিশালী দল
Dhaka Gladiators 49/2 (5.2/20 ov)
ঢাকা ১৬০ পার করতে পারবে কিনা সন্দেহ
ঢাকা ২০ ওভারে১৭২/৯
চট্টগ্রাম ১০ ওভারে ৭০/৫
ঢাকা জয়ের পথে চলছে
ঢাকা জিতবে জানাই ছিল। এর চেয়ে ভাল ডিভিশন আছে নাকি বাংলাদেশ এ?!!!
ঢাকার ওপরে কিছু নাই
ঢাকা জিতবে জানাই ছিল। এর চেয়ে ভাল ডিভিশন আছে নাকি বাংলাদেশ এ?!!!
ঢাকার ওপরে কিছু নাই
![]()
না নাই!
ম্যান অফ দ্যা সিরিজ কে হয়েছে ?
আর কে সাকিব আল হাসান।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) সংক্রান্ত সকল আলাপ আলোচনা
০.০৬৪৪১২৮৩২২৬০১৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৯৯৯২৮৫৬৫৬৬৪৯ টি কোয়েরী চলেছে